আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালবাসা তোমাকে বুঝিনি

স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মায়ের ভাষা বাংলায় মাতৃভূমির কথা বলি।

অজানা, অচেনা এক পরিবারে বধূ বেসে তোমার আগমন আপন বলতে আমি ছাড়া কেউ নেই তোমার আমি তা বুঝিনি। আমার সঙ্গ তোমার ভালো লাগে কতবার কতভাবে বোঝাতে চেয়েছো আমি অবুঝ তা বোঝার চেষ্টা করিনি। নদীর পাড়ে, পার্কের লেকের ধারে বসে কুট কুট করে বাদাম খাওয়া, ফুচকা খাওয়া দু’জনের ভাললাগা, ভালবাসার সুখকর স্মৃতিগুলো বলতে বলতে কখন জানি সন্ধ্যা নেমে এলো দু’জনে বুঝতেই পারিনি। পেশাগত দায়িত্ববোধ, অতিমাত্রায় ব্যস্ততা আমাকে তোমার কাছ থেকে অনেক দুরে সরিয়ে দিয়েছে তুমি কিন্তু সেই আগের মতোই আছো প্রথম জীবনের মতোই বেশী বেশী সঙ্গ চাও আমার আমি সে কথা বুঝেনি।

আমার সাথে বসে এক সঙ্গে খাবে সেই প্রত্যাশায় অভুক্ত থেকেছো সারাদিন আমি তা বুঝিনি। দু’একটি কথা বলার অপেক্ষায় নির্ঘুম প্রহর কাটে তোমার এই বুঝি আমার ঘুম ভাঙ্গবে - আমি তোমার সাথে কথা বলবো কিন্তু তোমার সেই সরল অনুভূতিগুলো আমি বুঝিনি। তীর্থের কাকের মতো জানালার ধারে বসে আমার জন্য অপেক্ষার প্রহর গুনেছো এই বুঝি আমি এসে ডাকবো অথচ তোমার খবর নেয়ার প্রয়োজন বোধ করিনি। আমার পরিবারের অনেক সদস্য তোমাকে অপমান করেছে, অপবাদ দিয়েছে, তুমি নিরবে নিভৃতে সহ্য করেছো উচিৎ ছিল প্রতিবাদ করা। কারণ আমি ছাড়া তোমার কেউ নেই একথা আমি বুঝিনি।

আমার ভুলগুলো ক্ষমার অযোগ্য তবুও তুমি করেছো ক্ষমা তুমি অন্যন্য, তোমার তুলনা তুমি নিজেই তুমি আমার ভালবাসা; পথচলার প্রেরণা; সাথী হয়ে পাশে থেকো ভুল আমায় বুঝোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.