আমাদের কথা খুঁজে নিন

   

লিচু খাই, গান গাই



আমার লিচুপ্রীতির কথা আগেও একবার বলেছিলাম। বাজারে লিচু উঠার সাথে সাথে খাওয়া যায় না, ভালো লিচু আসতে আরেকটু সময় লাগে। আবার সেটা এলে দুই সপ্তাহের মধ্যে কিনতে হয়, নইলে পরে আপসুস ছাড়া আর কিছু করার থাকে না। যেটা গত বছর আমার ক্ষেত্রে হয়েছিল। পরে খুঁজতে গিয়ে বাজারে শুধু ফ্রোজেন লিচু পেয়েছিলাম যার দাম আকাশছোঁয়া।

এবার বাজারে লিচু আসার সাথে সাথে বুয়া আমার উপর দিয়ে এক্সপেরিমেন্ট চালানোর জন্য ২৫ টা নিয়ে আসল। ঐ লিচু একটা কামড় দিয়েই আমার দাঁতের গোড়া শুদ্ধু টকে গেল। অতি কষ্টে তিনখানা সাবাড় করলাম, তাও দুই দিনে। বাকীগুলো খেতেও পারছি না, আবার সামনে থাকলেও কষ্ট হচ্ছে। চোখ বন্ধ করে বিসর্জন দিলাম।

এখন মিষ্টি লিচু আসা শুরু হয়েছে মাত্র। তবে এখনও ডাঁসা ডাঁসা লাল লিচুগুলো আসেনি, যেগুলো খেতে গিয়ে রসে মাখামাখি হয়ে যেতে হয়। তারপরও একটু টক-মিষ্টি লিচুগুলোও খেতে ভালোই লাগে। কাল ৫০টা নিয়ে বসেছিলাম, এক বসাতে শেষ করতে পারতাম, করলাম না। আজকে বাকীটা সাবাড় হয়ে যাবে।

আরও আনাব। গত বছরের আপসুস এইবার মুছে ফেলতেই হবে। মন ভরে লিচু খাব। আর ছোটবেলার মত গান গাইব, ঘোড়াগাড়ি টমটম লিচু বাগানে লিচু তোর বাপ কোহানে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।