আমাদের কথা খুঁজে নিন

   

প্রফেশনাল নেটওয়ার্কিং সাইটে সোস্যাল নেটওয়ার্কিং টুল



প্রযুক্তি চলে তার নিজস্ব গতিতে, কারো জন্য থেমে থাকে না। প্রযুক্তিই বোধহয় সবচেয়ে গতিশীল মাধ্যম যার স্থবিরতা সমাজ, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সবকিছুকেই স্থির করে দিতে পারে। বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে online community গঠনের উপর ভিত্তি করে গড়ে ওঠা social networking website সর্ম্পকে কম্পিউটার ব্যবহারকারীদের যথেষ্ঠ ধারনা থাকলেও professional networking site এ social networking tools এর ব্যবহার সম্পর্কে অনেক ব্যবহারকারীরই ধারনা নেই বললেই চলে। http://www.paracalls.com এমনই একটা ওয়েবসাইট যা ক্যারিয়ার ওরিয়েন্টেড বা প্রফেশনালদের জন্য একটি ইউনিক প্লাটফর্ম তৈরী করেছে। এই ওয়েবসাইটটির সবচেয়ে আকষনীয় বৈশিষ্ট হচ্ছে এতে আপনি একটি প্লাটফর্মে অনেকগুলো সোস্যাল নেটওয়ার্কিং টুলস, যেমন- instant messaging of yahoo, msn, GTalk, AIM এবং Facebook, twitter - এগুলো ব্যবহার করতে পারবেন, status share করতে পারবেন, এবং প্রয়োজনে জরুরী স্ট্যাটাস সংরক্ষণ করতে পারবেন, যদিও এটি একটি professional networking website।

এছারাও আপনি সাইটটির প্রায় সকল ফিচার মোবাইল প্লাটফর্ম থেকে অ্যাক্সেস করতে পারবেন। খুব সহজেই যেকোন মোবাইল , আইফোন বা উইন্ডোজ মোবাইল থেকে লগ ইন করতে পারবেন। http://www.paracalls.com এর অনন্য এবং ব্যতিক্রমী ফিচার সমূহঃ ১. ইন্টিগ্রেটেড Facebook, Twitter ২. ফ্রি বিজনেস ওয়েবসাইট ৩. বেস্ট Resume Builder ৪. হট Jobs ইনফরমেশন ৫. চাকরীর জন্য পেশাজীবীদের Recommendations এই সাইটটি নিঃসন্দেহে যেকোন পেশার মানুষের ব্যবহারের জন্য একটি অনবদ্য সৃষ্টি। পাশাপাশি বিশ্বের প্রায় সকল জনপ্রিয় সোস্যাল নেটওয়াকিং সাইট এবং IM গুলিকে ইন্টিগ্রেটেড করে এটি একটি শক্তিশালী গণমাধ্যমে পরিনত হয়েছে। কাজ এবং বিনোদনের বিভিন্ন উপকরণ এবং এপ্লিকেশনস্ এর জন্য http://www.paracalls.com এর মধ্যেই সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

আমরা এই কারনে গর্ব করতে পারি যে এটি একটি বাংলাদেশী ওয়েবসাইট। এই সাইটের ফিচার এবং সুযোগ সুবিধার কারণে Facebook, Twitter এর মতো একদিন http://www.paracalls.com ও বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হবে বলে আশা করা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.