আমাদের কথা খুঁজে নিন

   

একটু চেখে দেখুনইনা

আমি দুরন্ত দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি অনন্ত উর্বর, আমি কালের হস্তে করি উষরকে সবুজ প্রান্তর। আমি মুক্ত, আমি উচ্ছ্বল, আমি তারুণ্য, কারণ- আমি যে দুরন্ত।

একটু হাসুন! পেটুক বাবা আমায় রোগে ধরেছে, দাওয়াই দেবে বুঝি? মিঠাই আমায় দিয়েই দেখনা কেমন করে যুঝি। নাড়ু আমায় দারুণ ভোগায় চায়না যেতে পেটে, তুমি বললে চমচম, সন্দেশ দেখব একটু চেটে।

কষ্ট করে ডালপুরিটা চিবিয়ে দেব ক্ষণ, জান বাবা, এসব খেতে চায়না যে এ মন। রোগ আমার কঠিন বড়, সারবে কিসে জান, দোহাই তোমায়, জলদি বাবা রাজ ভোগ কটা আন। দাওয়া দেবে যখন বাবা দেখব একটু চেখে, এমনিতে খাবনা বাবা, চকলেট নেব মেখে! ভেবনা তুমি! দেখবে ঠিকি সেরে উঠেছি, খাবার গুলো সজতনে মুখে পুরেছি। খাবার খাওয়া কষ্ট বটে সয়না যে এই পেট, কষ্ট্ হলেও তোমার সুখে দিচ্ছি আত্ম ত্যাগ। উদর পূর্তি করে বাবা রাখব তোমার মান, জানবে সবাই তুমি বাবা আমার জানের জান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.