আমারে তুমি অশেষ করেছো
প্রায় দশ বারো বছর হয়ে গেল চিনি ওনাকে.....প্রথম কখন এসেছিল বাসায় মনে নেই ঐদিনের কথা। আলাদা করে গুরুত্ব দেবার কিছুই ছিল না। ...হয়তো কখনো খেয়াল করেই দেখা হয় নাই ওনাকে...ধীরে ধীরে উনি আমাদের বাসার একজনই হয়ে গেলেন.....ওনার ব্যবহার, স্বভাব, সততা সব মুগ্ধু করলো দিন দিন আমাকে। মনে হত অসম্ভব কোনো সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের একজন মানুষ। অনেক শেখার আছে এই মানুষটা থেকে।
আমার একজন অনেক ভালবাসার মানুষ হয়ে গিয়েছেন তিনি। ...এত ধৈর্য..এত শান্ত...এত সুন্দর স্বভাব ,,,আমি মুগ্ধু হয়েছি দিন দিন....যতবার ওনাকে দেখেছি...ওনাকে নিয়ে ভেবেছি।
... পরে জানতে পারলাম ওনার কোনই শীকর নেই.....ছোটবেলা থেকেই উদ্ভ্রান্তের মত বড় হযেছেন তিনি.,,,,মাকে খুজেছেন অনেক দিন...অন্য এক পরিবারে বেড়ে উঠেন অবহেলায় ...একসময় মাকে খুঁজে পান...তারপর অন্যসব জীবনগুলোর মত জীবনে টিকে থাকার সংগ্রাম শুরু হয়...গ্রাম থেকে ঢাকায় আসেন খালি হাতে। ... বিয়ে হয় ওনার...জামাই তখন ঢাকায় রিক্সা চালায়..। হটাত করে জামাই নেশা করা শুরু করে,,,শুরু করে বউ পিটানো...রিক্সা চালানো ছেড়ে দেয়।
...পাচটা বাচ্চা.....বড় মেয়েটাকে বিয়ে দেন ১৫-১৬ বছরে অনেক কষ্ট করে,,,অনেক খরচ করে....কয়েক দিন পর মেয়েটাও বাসায় ফিরে আসে একটা বাচ্চা নিয়ে...সব মেনে নিয়ে ...সব সহ্য করে ,,,কি চুপ ,,কি শান্ত...আমাদের এই বুয়াটা। ...আমার ওনাকে বুয়া বলতে ইচ্ছা করে না..,,,আমাকে উনি আপা ডাকেন ..
...ডাকটা শুনলেই লজ্জা লাগে কেন জানি...জানি এই সম্মান আমার প্রাপ্য না...এটা ওনার প্রাপ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।