আমার মনের কস্টগুলো
যত্ন করে রাখি,
যখন পাশে কেউ থাকেনা
একলা বসে দেখি ।
কস্ট আমার ভালই লাগে
ভাগ নিলোনা কেউ,
দাবি নেই দাওয়া নেই
উথাল পাথাল ঢেউ ।
আদর করে রাখছি পাশে
সাদার সাথে নীল,
কস্টগুলো ছোট বড়
সবার সঙ্গে মিল ।
সেই যে তুমি চলে গেলে
আর এলেনা ফিরে,
কস্ট শুধু আপন হল
শোকের সাগর তীরে ।
তুমি যদি আমার হতে
কস্ট হতো কার,
কস্টে আমার জীবন গেল
শুন্য হাহাকার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।