আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের জন্য গান ......... [OLD is GOLD]

Everything in the world has an expirary date, even relationship.

মায়ের কথা কেন জানি আজ বারবার মনে পড়ছে। একটু আগেই মায়ের সাথে ফোনে কথা বললাম। তারপরেও মনটা ছটফট করছে, একটুও শান্ত হচ্ছে না। You were there for me my first day of school, to hold my hand and give me courage to go. You listened to me when I needed to talk. You talked to me when I needed to listen. You let me grow and learned from my own mistakes. You never left my side when I was feeling down, I knew you would be there to pick me up. I wish there was a way I could reply all the things you have done to me, but there's nothing great enough to reply the greatest mother of all. গানটা এখন বারবার শুনছি। যদিও গানটা প্রায় সবারই শোনা, তারপরেও শেয়ার করলাম আপনাদের সাথে ........... পথের ক্লান্তি ভুলে, স্নেহভরা কোলে তব, মা-গো, বলো কবে শীতল হবো ............ কত দূর, আর কত দূর, বলো মা ........... আঁধারের ভ্রূকুটিতে ভয় নাই ................ মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই ..... আর, আঁধারের ভ্রূকুটিতে ভয় নাই ......... মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই ..... যদি এ পথ চলিতে কাঁটা বিঁধে পায় ........ হাসি মুখে সে বেদনা সবো .................. কত দূর, আর কত দূর, বলো মা ........... চিরদিনই মাগো তব করুনায় ............... ঘরছাড়া প্রেম দিশা খুঁজে পায় .............. ওই আকাশে যদি মা কভু ওঠে ঝড় ........ সে আঘাত বুকে পেতে লবো ................ কত দূর, আর কত দূর, বলো মা ........... যতই দুঃখ তুমি দেবে দাও ................... তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও ..... মাগো, যতই দুঃখ তুমি দেবে দাও ........... তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও ...... মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই ....... তোমায় কেমনে ভুলে রবো .................... কত দূর, আর কত দূর, বলো মা ............. পথের ক্লান্তি ভুলে, স্নেহভরা কোলে তব, মা-গো - বলো কবে শীতল হবো ............. কত দূর, আর কত দূর, বলো মা ............. কত দূর, আর কত দূর, বলো মা ............. Download Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.