(আমি একটা গাধা,আমি একটা চরম নির্বোধ। একটা বদ ,ফাজিলের ফাজিল। আমি কবিতা লিখার কিছুই জানি না। কবিতার 'ক' ও বুজি না। সবাই আমার ছাগলামি কে ক্ষমা করবেন।
)
মেয়ে তুমি কি যাবে আমার সাথে নীলগিরি পাহাড়ে?
তুমি যদি যাও তাহলে রবীন্দ্রনাথকে নিব না সাথে।
নীলগিরিতে কিন্তু নীল শাড়ি পড়ে যেতে হবে।
নীল শাড়ি কি তোমার আছে?
আচ্ছা,শাড়ি পড়ে কি পাহাড়ে হাঁটা যায়?
ভাবছি কিছু দিনের জন্য সরকারের কাছ থেকে
নীলগিরি পাহাড় টা কিনে ফেলব।
তুমি কি বলো?
তারপর এই পাহাড়ে আমরা যা খুশি তাই করবো?
ইচ্ছা হলে দু'জন মিলে পাহাড় থেকে লাফ দিয়ে নীচে পড়ে যাবো।
আমি জানি,আমি সাথে থাকলে তুমি ভয় পাবে না।
বোকা মেয়ে তোমাকে দেখলেই আমার,
'লেসলি এবার কম্বি'র একটি কবিতার কথা মনে পড়ে যায়।
"She! She! like a Visiting sea
Which no door could ever restrain.
আচ্ছা,মেয়ে কালী পূঁজা যে মধ্য রাএে হয়-
তা কি তুমি জানো?
নারে মেয়ে,বোকা মেয়ে শোন-
তুমি ফুলের মতোই নরম
আবার তুমি গ্রানাইটের মতো শক্ত
রৌদ্রালোকের মতো উজ্জল
আবার রাএির মতো রহস্যময়
তুমি তুমি'ই।
তোমার হাত দু'টি দাও তো-
কিছুক্ষন ধরে থাকি।
মেয়ে,ভালো থাকার জন্য একটি বারান্দা চাই,
সব কিছুই রিমিক্স হচ্ছে-
আসো আমরা ভালোবাসা কে রিমিক্স করি।
কোন ভয় নেই,তোমার মাথার উপর আছে-
বিশাল আকাশ,আর দেখ কে যেন
ভালোবেসে তোমার হাত ধরে রেখেছে।
(Come not,when I am dead,
To drop thy foolish tears upon my grave.)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।