আমাদের কথা খুঁজে নিন

   

কালো টাকা সাদা করার ঘোষণায় আশানুরূপ সাড়া মিললো না কেন ?



কেউ কেউ ভাবতে পারেন তাহলে কি দেশের ব্যবসায়ী, রাজনীতিক বা আমলারা সৎ হয়ে গেছে ? আসলে মোটেই না। কারণ এরা জানে এদেশের রাজনীতিকরা অসৎ ব্যবসায়ীর পকেটে মাথা ঢুকিয়ে সেই কবে থেকেই বসে আছে। তাছাড়া এই অসৎ ব্যবসায়ীর কেউ কেউ বর্তমান সংসদেও আছে। এরা ভাল করেই জানে যে কোন সরকারই তাদেরকে ঘাটানোর সাহস পাবে না তা যতই গলাবাজি করুক না কেন । এক্ষেত্রে প্রতিটি সরকারই গলাবাজি করে সাধারণ ভোটারদের বার বার প্রতারিত করে আসছে। কোন কোন দলের দল-প্রধান অতীতে তার বিপুল পরিমাণ কালো টাকা সাদা করেছেন, এমন খবরও পাওয়া যায়। সুতরাং রাজনৈতিক অঙ্গনে যখন কালো টাকা দাপট দেখিয়ে বেড়ায়, সেখানে কে যাবে ভদ্রতা দেখিয়ে কালো টাকা সাদা করতে ? তাছাড়া আমাদের দেশে ত আর ভারতের সি বি আই-এর মত কোন সংস্থা নেই যে যে কোন মূহূর্ত্তে কালো টাকার মালিকের হাতে হাতকড়া পরাবে ? সুতরাং হে জনগণের গলা-কাটা ব্যবসায়ীর দল, হে চরিত্রহীন রাজনীতিকরা, হে ঘুষখোর আমলারা, তোমরা চুটিয়ে কালো টাকার পাহাড় গড়ে তুলো, তোমাদের কেশাগ্রও কেউ স্পর্শ করবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.