আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"
তোমাকে মনে করার জন্য'
অমোঘ কালের গর্ভ হতে
একটু মুহূর্ত চাইলাম ধার ,
দিতে চাই না
আমি নাকি উঢ়নচন্ডী !
বাতাসকে বললাম
একটু তোমার চুলের গন্ধ এনে দিতে ।
মুখের উপর 'না' বলে দিল ।
আমি নাকি বেরসিক !
আকাশকে বললাম
'তোমার সাথে উড়তে সাধ হয়,
মেঘের ফাঁকে ' ।
আকাশ বলে,আমি নাকি উরগ!
আয়নাকে বললাম
'অনেক দিন তো আমার এই চোখে
আমাকেই দেখেছি,এবার তোমাকে দেখতে চাই'
আয়না বলে 'আমি অন্ধ' ।
ভালবাসাকে বললাম
তুমিতো পার অসাধ্য সাধন করতে।
পারবে কি আমার নির্ঝর কে বাঁধতে ।
ভালোবাসা কিছুই না বলে চলল আপন পথে
পিছন ফিরে বলে 'আমি করুণা করি না' ..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।