আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের শীর্ষ ১০ স্বতন্ত্র প্রাণঘাতী প্রাণী

মানুষ হিসেবে মানুষ কে যেমন শ্রদ্ধা করি অমানুষ দের কে ততটাই ঘৃনা করি বিশ্বের কোনো প্রানীই অকারণে কারো প্রতি আক্রমন করে না তবে হুমকির সম্মুখীন হলে ... বা পরিবেশে জোড় করে নিজের অস্তিত্ব জানানদেবার জন্য আক্রমন করে পৃথিবীতে অনেক প্রানীই আছে যাদের কামড় বা দংশনে ক্ষনিকের মধ্যে পৃথিবীর যেকোনো প্রাণীর মৃত্যু ঘটাতে পারে ....তাদের মধ্যে স্বতন্ত্র ১০টি প্রাণী সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো । ০১ )) Boomslang : Boomslang প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকান এলাকায় পাওয়া যায় । তবে এটি আফ্রিকান মহাদেশ জুড়ে বৃস্তিত । এর চোখ খুব আকর্ষণীয় এবং দৃষ্টি শক্তি অনন্য সাপের তুলনায় একটু বেশি । অধিকাংশ মানুষ জানে সাধারণত সাপের ভাল দৃষ্টিশক্তি থাকে না কিন্তু বুম্স্লাং সাপ তাদের সেই প্রবনতা ভঙ্গ করে অসাধারণ দৃষ্টিশক্তি কারণে বাতাস খুঁজে পাখি শিকার করতে পারে পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন Boomslang একজন মানুষ কে কামড় দিলে তার বাচার কোনো সম্ভাবনা থাকে না ।

তারা সচারচর হুমকির সম্মুখীন না হলে মানুষ কে আক্রমণ করে না । তাদের গায়ের রং সবুজ ও বাদামী হওয়ার কারণে বনের পরিবেশের সঙ্গে মিশে থাকে । এর বিষ গ্রহনের মধ্যমে আপনার শরীরের প্রতিটি গর্ত থেকে রক্ত ঝরা শুরু হবে এমনকি কান, চোখ, এবং ... থেকে রক্ত ঝরা শুরু হবে । পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন ০২) শঙ্কু শামুক Cone Snail অবস্থান : সমুদ্র তলদেশ প্রাণিজগতের মধ্যে আরেকটি মারাত্মক প্রাণী শঙ্কু শামুক । এর সুন্দর আবৃত গঠন দেখে সাধারণত কেউ এর প্রাণঘাতী উপলব্ধি করতে পারে না ।

শঙ্কু শামুকের নীচের স্তরের রয়েছে মৃত্যু কূপ শামুকের নীচের স্তরে এক একটি ভিন্ন বিষ আছে এর মারাত্মক Neurotoxin প্রথমে আপনাকে অস্থায়ীভাবে paralyze করে দিবে তারপর আপনার শরীরের শাট ডাউন শুরু হবে । পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন ০৩) জলহস্তী Hippopotamus : জলহস্তী খুব প্রেমময় এবং শান্তিপূর্ণ প্রাণী তবে কোনো কারণে হুমকির সম্মুখীন হলে ....... প্রতি বছর সমস্ত আফ্রিকান প্রাণী যে পরিমান মানুষ হত্যা করে তার চেয়ে জলহস্তী প্রতি বছর গড়ে বেশি মানুষ হত্যা করে । . তারা শত্রুর মৃত নিশ্চিত না করে ফেরত আসে না । মজার ব্যাপার হলো জলহস্তী কিন্তু সাতার কাটতে পারে না কিন্তু ঘন্টায় ৫ মাইল বেগে পানির নিচ দিয়ে ছুটতে পারে । পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন অবস্থান : নদী, জলাভূমি এবং সুরক্ষিত স্থানে জীবদ্দশায়: 50 বছর ওজন ৩১ থেকে ২ টন পথ্য: তৃণভোজী গর্ভকাল: 240 দিন ৪) Poison Dart Frog : বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাণীদের মধে একটি ।

কিন্তু এদের বিষাক্ত চামড়া যেকোনো প্রানীকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলতে যথেষ্ট । সাধারণত, poison dart frogs কে খুব সহজ একটা স্পর্শ করলে কিছু হবে না কিন্তু আপনি যদি অসস্থি বোধ করেন তো মিনিটের মধ্যেই আপনি চরম শিক্ষা পেয়ে যাবেন । পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন অবস্থান : আফ্রিকা । ০৫) Yellow Bellied Sea Snake : এর এক ফোটা বিষ তিন জন পূর্ণবয়স্ক মানুষ কে হত্যা করতে সক্ষম বৈজ্ঞানিক নাম: Pelamis platurus আকার: 0.6 to1.2 মিটার দীর্ঘ অবস্থান : প্যাসিফিক & ভারতীয় সমুদ্র খাদ্য : মাছ পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন ০৬ ) Blue-Ringed Octopus The Blue-Ringed Octopus চমত্কার প্রাণী । কিন্তু এর মারাক্তক বিষ ক্রিয়ায় ৫ মিনিটের মধ্যে যেকোনো প্রাণী দমবন্ধ , কার্ডিয়াক অ্যারেস্ট বা মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়ে মারা যেতে পারে ।

পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন ধরণঃ Cephalopod পরিবার: Octopodidae বাসস্থান: অগভীর সামুদ্রিক জলের এবং জোয়ার পুল অবস্থান অস্ট্রেলিয়ার উপকূল বন্ধ প্রচলিত ও পশ্চিম প্রশান্ত মহাসাগর পথ্য: Crabs, মাছ, এবং mollusks বন্য গড় জীবদ্দশায়: 2 বৎসর আকার: 5-7.8 ইঞ্চি (12.7-20 সেমি) ওজন: .92 Oz (26g) ০৭) ''Hooded Pitohui '' প্রাণিজগতের মধ্যে বিষাক্ত এক পাখি Pitohui পরিবার এরা সময়ে প্রাণঘাতী হয় । এদের মধ্যে ''Hooded Pitohui '' হছে সব চেয়ে আগ্রাসী যা সচারচার দেখা যায়না । পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন বিজ্ঞানীরা এটিকে বলে "উড়ন্ত Venom." ভয়ঙ্কর বিষাক্ত ব্যাঙ ডার্ট এবং 'Hooded Pitohui '' সত্যিই একই জিনিস তার গায়ের চামড়া ও পালক বিষাক্ত অংশ দিয়ে আবৃত । একটি গবেষণায় এর বিষ কিছু ইনজেকশনের দ্বারা একটি ইদুরের উপর পুশ করা হলে সেটি সেকেন্ডের মধ্যে মৃত্যু বরণ করে। এর বিষ যেকোনো পশু মৃত্যু ঘটাতে কয়েক মিনিট সময় লাগে, ।

যদিও, 'Hooded Pitohui' বিরল পাখি তারপরেও পাপুয়া নিউ গিনিতে মাঝে মাঝে দেখা যায় । ০৮ ) Death Stalker Scorpion : এটি বেশ সুন্দর প্রাণী কিন্তু তাদের দংশন অবিশ্বাস্যভাবে বেদনাদায়ক অনেকেই বলে থাকেন যে তাদের দংশন অন্য কোনো দংশন বা পশুর কামড় থেকে খারাপ হতে পারে । তার সুন্দর হলুদ রং এর জন্য এটিকে খেলনার মত দেখায় তাই কিছু শিশুদের জন্য অনেক সময় হুমকি হিসাবে দাঁড়িয়েছে । পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন অবস্থান : Israeli ০৯) Puffer Fish : এদের সম্পর্কে খুব কমই পরিচিতি আছে । মজার বিষয় Puffer মাছ তার জীবিত সময় থেকে তার মৃত্যুর পর আরো মারাত্মক হয় ।

পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন তার বিষাক্ত Saxitoxin ছড়িয়ে পড়লে দ্রুত হৃদস্পন্দন, মাংসপেশীর পক্ষাঘাত, রক্তচাপ কমে, অসাড়তা, হতে পারে । অন্য প্রাণীদের জন্য এটি একটি কিংবদন্তি বহন বলে মনে কোরা হয় । সাধারণত, হাঙ্গর মত এমনকি উপরের স্তর শিকারী প্রাণী এটা থেকে দূরে থাকে । অবস্থান : সমুদ্র ০১) Lanomia or "Assassin Caterpillar" তাদের গায়ের রং অসম্ভব সুন্দর হওয়ার কারণে বনের পরিবেশের সঙ্গে মিশে থাকে এর দংশনে গত কয়েক বছরে,৩০০ জন মানুষের মৃত্যু বা দীর্ঘ মেয়াদী হাসপাতালে ভর্তি হতে হয়েছে সম্প্রতি ব্রাজিলিয়ান বিজ্ঞানীরা এর antivenom প্রস্তুত করেছে পরিষ্কার ছবি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন অবস্থান :ব্রাজিল অনেক চেষ্টা করেও ছবি আপলোড করতে পারলাম না তাই শুধু ইমেজ লিংক দিলাম । আমার আগের পোস্ট : বিশ্বের শীর্ষ দশটি প্রাচীন গাছ যারা দেখেননি তাদের জন্য ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.