পুলিশী বাধার কারণে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করতে পারেনি জাতীয় পার্টি। গতকাল বিকাল ৪টায় তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিজয়নগরের মেইন সড়কেই উঠতে দেয়নি কয়েকশ পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিক্ষোভ মিছিল করার অনুমতি নেই। পরে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এবিএম রুহুল আমিন হাওলাদার এরশাদের মামলা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেধে দেন। নইলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তিনি।
জাতীয় ছাত্র সমাজ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এরশাদ কাল ভারত যাচ্ছেন : এবার ভারত সফরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামীকাল দুপুরে ভারতের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এরশাদ। পাশাপাশি ছেলে এরিকের চোখের চিকিৎসাও করাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।