পুলিশ প্রতি বছর একটি নির্ধারিত সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামে । কিন্তু প্রশ্ন হল হরতাল বা অবরোধ চলা কালে সরকারী দলের ছাত্র সংগঠনের ছাত্ররা বা উক্ত দলের সমর্থকরা পুলিশের সামনেই পিস্তল\কাটারাইফেল\কুঠার\চাপাতি\ককটেল\ রামদা ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে পাবলিক বা বিরোধীদের উপর হামলা করে থাকে। আর নিহত হয় বিশ্বজিতেরা । আর পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করে। জনসমক্ষে অস্ত্র প্রদর্শন এটা কি পুলিশের আইনে অবৈধ নয় নাকি এরা আইনের উর্ধে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।