আমাদের কথা খুঁজে নিন

   

গাইবান্ধার প্রত্যন্ত এলাকা উল্লাবাজার থেকে বগুড়া শহরে এসে ব্লগাচ্ছি



দীর্ঘ্য ছয় মাস পরে আবার ভবঘুরে জীবন শুরু করলাম। শুরুতেই আমার প্রিয় একটা এলাকা গাইবান্ধা দিয়ে শুরু করলাম পুন:ভবঘুরে জীবন। গতকাল রাত ১১:১৫ মিনিটে রওনা হয়ে ভোর ৪:৪৫ মিনিটে গাইবান্ধা শহর থেকে ভ্যানযোগে রওনা হই গন্তব্য উল্লাবাজারের উদ্দেশ্যে, ভ্যানে না এসে টেম্পু বা সিএনজিতে আসতে পারতাম, কিন্তু ভোরের প্রকৃতি দেখার লোভ সামলাতে না পেরে ১১ কি:মি: রাস্তা ভ্যানে করেই এলাম। ভ্যানে করে আসার পথে ভোরের হাওয়া, ভানক্ষেতে বাতাসের দোল, কোকিলের ডাক বেশ উপভোগ করলাম। উল্লা বাজারে এসে পৌচানোর পর লোকাল গাইড সংশ্লিষ্ট গন্তব্যে নিয়ে গেলো।

ফ্রেস হয়ে গাছের তাঁজা, পাকা পেপে, টাটকা সব্জী, খাটি ছানার মিষ্টি আর রুটি দিয়ে ব্রেকফাস্ট সেরে গরম গরম এক কাপ চা খেয়ে কিছুক্ষন বিছানায় গড়াগড়ি করলাম। এরপর শুরু করলাম কাজ, কাজ শেষ করতে করতে দুপুর। লাঞ্চ করলাম পুকুরের টাটকা মাছ, ক্ষেতের সব্জী, দেশী মুরগীর মাংস আর খাসীর মাংস দিয়ে। লাঞ্চ শেষ করে কিছুক্ষন গল্প করলাম এবং তারপর লম্বা এক ঘুম। নাইট জার্নি আর কর্মক্লান্তির ধকল কিছুটা শেষ হলে সেখান থেকে রওনা হলাম বগুড়া শহরের উদ্দেশ্যে।

এখন বগুড়া শহরেই আছি। আইপিএল এর খেলা দেখছি আর ব্লগ লিখছি। আগামীকাল সকালে বগুড়া শহরের কাজ শেষ করে বিকালে বগুড়ার বন্ধুদের সাথে আড্ডা আর দই মিষ্টি খাওয়া, সাথে সাতমাথার শিক কাবাব আর রসুনের চপ। আগামীকাল রাতেও বগুড়া শহরে অবস্থান করার ইচ্ছা রয়েছে। পরশু সকালে এখান থেকে ছুটব নতুন গন্তব্যে, আর নতুন গন্তব্যের নাম পাবনা।

পাবনার কাজ সেরে বিকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার ইচ্ছা রয়েছে আর একটা দিন ঢাকায় কাটিয়ে আবার ও রওনা কুমিল্লা এবং ব্রাক্ষ্মনবাড়িয়ার উদ্দেশ্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।