একজন জামাতের দালাল আমাকে খুর ক্রোধ ওপুলিশের পোশাক পরে নকল পুলিশের গাড়ি চুরি চলছেইকষ্টের সাথে বলল,ভাই এই জালিম সরকার নাস্তিক সরকার হেফাজতের অনেক কর্মীকে হত্যা করেছে
সাবধান! ট্রাফিক সিগন্যাল
শেখ আনোয়ার
ঢাকা শহরে প্রতিনিয়ত জ্বলছে ট্রাফিক সিগন্যালের লাল আর সবুজ বাতি। লাল বাতি জ্বললে হঠাৎ গাড়ি থমকে যাচ্ছে আবার সবুজ বাতি জ্বললেই গব্যে যাওয়ার জন্য গাড়িগুলো সামনে চলতে থাকে। অটো ট্রাফিক সিগন্যাল গাড়িগুলো কখনো থামায় কখনো যেতে দেয়, কিন্তু ট্রাফিক সিগন্যালের লাল আর সবুজ বাতি শুধু কি যানবাহনের জন্য? পথচারীর জন্যও আছে ট্রাফিক সিগন্যাল, যদিও অধিকাংশ পথচারীই জানে না পথচারীদের জন্য কি ধরনের সিগন্যাল রয়েছে।
আন্ডারপাস বা ওভারব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া এসব নিয়মের কথা পথচারীরা না মানলেও মোটামুটি জানেন। কিন্তু ঢাকায় অটো ট্রাফিক সিগন্যালে পথচারীদের জন্য যে নির্দেশনা রয়েছে তা অধিকাংশ পথচারীই জানে না।
রাস্তায় অনেক পথচারীর সঙ্গে আলাপ করে জানা যায়, পথচারীদের জন্য বিশেষ ট্রাফিক সিগন্যালÑ এ তথ্য তারা নতুন শুনেছেন, ঢাকা শহরে যে দৃশ্যটি প্রায়ই দেখা যায় তা হল সবুজ চিহ্নিত সিগন্যাল দেয়া মাত্রই পথচারীরা হুড়মুড় করে রাস্তা পার হতে শুরু করে। এতে গাড়িগুলোও যেতে বাধাগ্রস্ত হয়। পথচারীরাও আতংকিতভাবে রাস্তা পার হয়।
সবুজ বাতি জ্বললেই কি পথচারীরা পারাপার করতে পারবে? এ প্রশ্নের উত্তরে কয়েকজন ট্রাফিক পুলিশ বলেনÑ ‘না, শুধু সবুজ বাতিই যাত্রীদের পথচালার জন্য ইন্ডিকেট করে না, পথচারীদের জন্য যে সিগন্যাল রয়েছে সে বাতিতে একটা মানুষের অবয়ব থাকে আর এই সিগন্যালই যাত্রীদের রা¯া পারাপারের জন্য নির্দেশনা দেয়। বেশিরভাগ চৌরাস্তা বা তিন রাস্তার মোড়ে একদিকের গাড়ির জন্যই সবুজ সিগন্যাল থাকে, সেইদিকের যানবাহন সোজা, ডানে, বাঁয়ে যেতে পারে।
এই সিগন্যাল সবুজ হওয়ার ধারাবাহিকতায় অ্যান্টি ককওয়াইজ হয়ে থাকে, যে দিকের গাড়ির জন্য সিগন্যাল সবুজ, সেদিকে রাস্তা পার হওয়ার জন্য পথচারীদের জন্য সিগন্যাল থাকে লাল। কারণ গাড়ি যেহেতু চলছে পথচারীরা তো পার হতে পারবে না। ওই সিগন্যাল লাল হওয়া মাত্রই পথচারীদের সিগন্যাল সবুজ হয়ে যায়, পথচারীদের সিগন্যাল লাল থেকে হঠাৎ সবুজ হয়ে যায়, কিন্তু সবুজ থেকে লাল হওয়ার আগে টিপটিপ করে কিছুণ জ্বলে আর নিভে এতে বুঝতে হবে এুনি এটি লাল হবে, এেেত্র সবুজ সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া শুরু করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। হঠাৎ সিগন্যাল বাতি টিপটিপ করে জ্বলতে নিভতে শুরু করলে সতর্কতার সঙ্গে দ্রুত রাস্তা পার হওয়া উচিত, বর্তমানে ভিআইপি রোডগুলোতে অটো ট্রাফিক সিগন্যাল লাইটের ব্যবস্থা করা হয়েছে, সে সব সিগন্যালে কোনদিকের গাড়ি কখন চলবে শুধু সেটার নির্দেশনা দেয়া হয়নি, কোনদিকের পথচারীরা কখন হেঁটে রাস্তা পার হবেন তারও নির্দেশনা দেয়া হয়েছে। কাজেই ট্রাফিক সিগন্যাল শুধু যানবাহনের জন্য নয়, পথচারীদের জন্যও রয়েছে এখন ট্রাফিক সিগন্যাল।
অতএব, দুর্ঘটনা এড়াতে আসুন ট্রাফিক সিগন্যাল খেয়াল করে পথ চলি।
ধানমন্ডি, ঢাকা
শেখ আনোয়ার: সাংবাদিক, গ্রন্থকার।
বিজ্ঞান গণমাধ্যম কেন্দ্র। বাড়ি: ২৮ মিতালি রোড, পশ্চিম ধানমন্ডি, ঢাকা: ১২০৯ ফোন: ৯১৩৮৭০২/ ০১৭১১ ৭৩ ২৯ ২৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।