আমাদের কথা খুঁজে নিন

   

কি ভাবছেন???

আমি একজন মানুষ

কি ভাবছেন? ভাবছেন কি এখন? আপনি কি ভাবছেন যে এই লেখাটির মূল বিষয়বস্তু কি? নাকি ভাবছেন কোন প্রিয় মানুষের কথা? কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিন এর সামনে বসে আপনি যখন এই লেখাটি পড়ছেন, তখন পৃথিবীর প্রতিটি কোণে ঘটে চলেছে অজস্র ঘটনাৃ। আপনি কি প্রতিটি ঘটনার খবর রাখছেন? কি? হয়তো মনে মনে ভাবছেন পাগলের প্রলাপ... কারন পৃথিবীর সর্বত্র ঘটে যাওয়া ঘটনার কথা আপনার বা আমার পক্ষে জেনে রাখা সম্ভব নয়। কিন্তু প্রতিনিয়ত আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে চলেছে, যে সকল ঘটনা গুলোর চিত্র পৃথিবীর সর্বত্রই একই রকম, সুতরাং আপনি যদি আপনার চারপাশে একটু গভীরভাবে তাকান, তবে আপনিও পারবেন এ সকল ঘটনাগুলোকে সঠিক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে। আমি বলছিনা যে, আপনার দৃষ্টিগত সমস্যা রয়েছে, আমি শুধু বলতে চাচ্ছি যে, আপনার একটু সচেতনতাই বদলে দিতে পারে অনেকগুলো জীবন... হ্যাঁ একটি দুটি নয়, অনেকগুলো জীবন। প্রিয় পাঠক, একটুখানি ভেবে বলুনতো... আপনি কি চশমা ব্যবহার করেন? যদি করে থাকেন তবে হয়তো হেসে বলবেন, ”এতে আবার ভেবে বলবার কি আছে?” তখন আপনার জন্যে আমার প্রশ্ন থাকবে, আপনি চশমা কেন ব্যবহার করছেন? এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে, আমি নিজেও কিন্তু চশমা ব্যবহার করে থাকি।

যাই হোক, আমরা যারা চশমা ব্যবহার করি, এটি আমাদের একটি চাহিদা, কেননা চশমা ছাড়া আমরা সঠিকভাবে দেখতে বা পড়তে পারিনা। চশমা আমাদের এই সমস্যাকে অতিক্রম করে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে দেয়। প্রিয় পাঠক, কেউ যদি আপনার এই চশমাটি নিয়ে আপনাকে উপহাস করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে অথবা ঠাট্টা মশকরা করে তবে সেটি নিশ্চয়ই আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এটাই স্বাভাবিক। তাইনা? হয়তো বাবা-মার কথা মতো ছোট মাছ খাইনি বলে আজ আমরা চশমার দ্বারস্থ হয়েছি।

কিন্তু পাঠক, যে শিশুটি আজ পোলিও আক্রান্ত হয়ে শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন, যে শিশুটি পৃথিবীর আলো দেখতে পারেনা - পারেনা আপনার আমার মতো সামহোয়্যার ইন ব্লগে লিখতে বা পড়তে, বাবা-মায়ের মুখ দেখতে পেলেও যে শিশুটি পারছেনা তাদের কথা শুনতে, মানসিকভাবে বিপর্যস্ত যে শিশুটি নিজেকে তার চারপাশের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছেনা............ তাদের এই পরিস্থিতির জন্যে আপনি কাকে দায়ী করবেন? প্রকৃতিকে? ওদের কে আমরা বলি ’বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি’। এক বা একাধিক ক্ষেত্রে ওদের রয়েছে বিশেষ বিশেষ কিছু চাহিদা, যে চাহিদাগুলো পূরণ করা সম্ভব হলে ওদের জীবনটাও হয়ে উঠতে পারে আপনার-আমার মতো কর্মবহুল। অথচ কি করছি আমরা? পাগল-ছাগল, বোকা, ল্যাংড়া-লুলা, কালা-ঠসা, কানা ইত্যাদি নানা রকম চমৎকার (!) সব বিশেষণ ব্যবহার করে আমরা তাদেরকে বিশেষায়িত করছি। দোষারোপ করছি তাদের বাবা-মা কে, তাদের কৃত পাপ (!) এর জন্য। আমরা বারবার ভুলে যাই, ’প্রতিবন্ধীতা কোন অসুখ বা রোগ নয়, এটি মানুষের এক ধরনের বিশেষ চাহিদা মাত্র।

’ ঠিক আমার-আপনার চশমা ব্যবহারের মতো। সুপ্রিয় পাঠক, এখন আপনি আপনার চোখের চশমাটি ছুঁড়ে ফেলে দেবেন, নাকি চশমাটি চোখে রেখেই নতুন দৃষ্টি নিয়ে পৃথিবীটাকে দেখবেন, সে সিদ্ধান্ত আপনার উপরেই ছেড়ে দিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।