* আমি খুজে বেড়াই নিজেকে *
এই সরকার দেশের বারোটা বাজাইয়া ছাড়ছে। আসুন আমরা স্মরন করি ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আমাদের দেশ দরদী জোট সরকারের আমল।
ইশ্ আগে দেশ সন্ত্রাস ছিলনা। জংগীবাদ কি জিনিস মানুষ বুঝতোনা। কোথাও কোন গ্রেনেড বা বোমা বাজী ছিলনা, দেশের আইন শৃংখলা খুব সোন্দর ছিল।
দেশে কোন নারী নির্যাতিত হতোনা। যৌতুক দিটে হতনা কোন নারীকে। আহ কি শান্তি ছিল দেশে। আমাদের সুযোগ্য স্বরাষ্ট্র প্রতিমণ্ত্রী লুৎফুজ্জামান বাবর সব কিছু খুব সুন্দর ভাবে সামাল দিত। আলতাফ সাহেব বাবরকে অভিভাবকের মত গাইড করতো।
দেশে কোন শিশু নির্যাতিত হতো না। সড়ক পথ ছিল নিরাপদ। নদী কেউ দখল করেনি, সরকারি জমি, বনভুমি ছিল দখল মুক্ত কোন ঝামেলা ছিলনা। শিক্ষাংগন ছিল শান্ত শুধু লেখাপড়া আর সাংস্কৃতিক চর্চা ছিল নির্মল, কোন চাঁদাবাজি ছিলনা, টেন্ডার নিয়ে কেউ কোন আপত্তি পর্যন্ত ছিলনা কারো, কারন ছিল বাবরের পুলিশ বাহিনির পেশাগত দক্ষতা। মাঝে মাঝে বিরোধীদল ল এন্ড অর্ডারকে নষ্ট করতে চাইতো কিন্ত জোট সরকারের মন্ত্রী বাবর-আলতাফ খুব দক্ষতার সাথে সামাল দিতেন।
আহ্ কি সুন্দর দেশ চলত।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
চলবে................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।