আমাদের কথা খুঁজে নিন

   

বাড়তি ওষুধ



রোগ হলে ডাক্তারের পরামর্শমতো ওষুধ কিনি। কয়েকদিন পর তার সব লাগে না। হয় রোগ ভালো, নাহয় ডাক্তার ওষুধ বদলে দেন। তখনকার বাহুল্য ওষুধ যেগুলো কেনা হয়েছিল, কি করি? ওষুধ তো একেকসময় একেক জায়গা থেকে কেনা হয়। ফেরত দিতে যেতে সময় হয় না, ইচ্ছে হয়না, আলসেমী লাগে।

কেউ কেউ পরিচিত দোকান হলে বদলে আনেন। কোন দোকান বদলে দিতে চায় না। ক্যাশমেমেো রাখতে, দেখাতে হয়। তা আবার কোথায় রাখি, সময়মতো খুঁজে পাই না! অপারেশন হলে ডাক্তার- স্যালাইন, ইনজেকশন, ওষুধের লম্বা এক ফর্দ দেন। সব কিনে আনতে হয়- সব লাগেও না।

ওষুধের মেয়াদ থাকে। বেশীদিন রাখা যায় না। বাড়তি কাজের ওষুধ, বাড়তি সমস্যা হয়ে যায়। হয় অপচয়। কত লোক টাকার জন্য ওষুধ কিনতে পারে না।

দ্বারে দ্বারে ঘোরে, সাহায্য চায়। অল্প কিনি, মেমো রাখি, বাড়তি ওষুধ দ্রুত বদলে ফেলি, নাহয় দান করি ডাক্তার বা দোকানে গরীব রোগীদের দেবার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।