হাড়ভাসা শুকনো চামড়ার দেহের বিক্ষত বৃদ্ধের মতো কেশে মরছে স্বপ্নরা আমার রুগ্ন, আর ভগ্নস্তুপে পতিত হয়েছে আশার পালক, নীরবে কাটছে বসন্তদিন, নিথর পড়ে থাকি ভাষাহীন এই আমি পঙ্গু, বিকলাঙ্গ এক বিধ্বস্ত সত্তায়। স্বপ্ন আর আশাদের কবেই দিয়েছি নির্বাসন লীডনিউজে নাম লেখাবার ইচ্ছেরা মরে গেছে পুজিঁবাদকে রুপান্তরিত করেছি মরমী বাদে আমি এখন ভারহীন ভেসে যাই মিউনিসিপ্যালিটির ট্র্যাকে যেমন যায় শহরের বিষ্টা মল। আমি এক অপাংক্তেয় অবহেলিত জীব প্রভুর পরিকল্পনাহীন এক বাড়তি সৃষ্টি যেন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।