ইঞ্জিনিয়ারিং পড়ার খুব শখ ছিল...সে আশা সময়মত পূরন হয়নি। এতদিন পর বুড়া বয়সে পড়ার সুযোগ হল তাও আবার "সিভিল ইঞ্জিনিয়ারিং' এ। শুরু হয়ে গেছে রস বের হওয়া...আবার সেই ফিজিক্স, ক্যামিস্ট্রি, ম্যাথ এর সাথে নতুন যুক্ত হয়েছে ম্যাকানিকস্...এক্কেবারে সাইজ হয়ে যাচ্ছি। বিয়ে-শাদী করে পড়াশুনা এক্কেবারে অসম্ভব না হলেও ...বেশ কষ্টকর!!
একটু পড়াশুনা বিষয়ক কথাবার্তা বলার জন্য একটা ফোরাম খুঁজছিলাম। কেউ কি একটু জানান দিতে পারেন? সিভিল ইঞ্জিনিয়ার'স ফোরাম বা সিভিল ইঞ্জিনিয়ার / এই সাবজেক্টে পড়ছেন এরকম কারো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।