আমাদের কথা খুঁজে নিন

   

সিভিল ইনজিনিয়ারদের নাকি দিনকাল খারাপ!!!

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

একটি পোস্ট দেখলাম আবার চাকরি ছাইড়া দিলাম, এইবার ১ দিনে (প্রথমেই ফারহান ভাই-এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাকে কষ্ট দেবার জন্য আমি কিছু লিখছি না। ) উনি বলেছেন সিভিলের লোকদের এখন নাকি ভালো চাকরী নেই, ভালো ইনকামের উপায়ওনেই (কনসাল্টেন্সী বা অন্য কিছুর মাধ্যমে। আমি কিছুতই এর সাথে একমত হতে পারছি না। আমিতো দেখছি সিভিলের লোকদের কারনে আমরা আইটির লোকরে তঠস্থ আছি।

যেখানে যত ভালো ভালো আই টি পোস্ট সব সিভিলের লোকদের দখলে। দেশের সবচেয়ে বড় আই টি বিশেষগ্গ একজন সিভিল ইনজিনিয়ার (জামিলুর রেজা চৌঃ)। এমনকি জে এম বি'র আই টি প্রধান সেও একজন সিভিল ইন্জিনিয়ার। আমার তো মনে হয় খুজলে আরও অনেক সংস্থার প্রধান হিসেবে সিভিল ইন্জিনিয়ার দের পাওয়া যাবে। আমি তো ভাবছিলাম আই টি ছাইরা আবার সিভিলে ভর্তি হবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.