রাতুল
পাত্রী যখন ছাত্রী
ছড়া
এক যে ছিল ছাত্রী
নাম তার রাত্রি
পড়ত কলেজেতে
ছিল অপেক্ষাতে
একজনার সাড়া পেতে ।
দিন গেল সপ্তাহ গেল, গেল একমাস
সে ভাবল মনে মনে খেলাম বুঝি বাঁশ
যাকে আমি ভালবাসি পুরো বার মাস
মনে মনে দেই তাকে গোলাপ এক রাশ;
সে কি আমায় চায় না?
এই কথা ভেবে রাত্রি
কুল কিনারা পায় না ।
পাঁচ বছর পর
একদিন সে জানতে পারল বাবার কাছ থেকে
তার বিয়ের কথা যাচ্ছে প্রায় পেকে ।
সে বল, বাবা আগে পড়াশোনা শেষ হোক
এরপরে আসবে আমার বিয়ের প্রতি ঝোঁক ।
সে ভাবল রানা তাকে দেবে না মোটেই সাড়া
কী আর করা বিয়ে হয়তো হবে আমার পছন্দ ছাড়া ।
একসময় শেষ হইল তার পড়াশোনা
হঠাৎ ৎএকদিন তার সাথে দেখা করল রানা ।
মনে পড়ে তোমার সেদিনের কথা?
চেয়ে ছিলাম সময় না দিয়ে ব্যথা;
খুশিতে রাত্রি বলে উঠল হ্যা কেন নয়,
সে থেকে আজ অবধি আমার হৃদয় হচ্ছে ক্ষয় ।
জানি, সে কথা আমি জানি,
যাকগে, এখন আসল কথা টানি-
তোমাকেও আমার লেগেছে ভাল
তোমার প্রস্তাবে আমি রাজি
ওহ! দারুন
তাহলে এখনই ডাকো কাজি ।
হ্যা, তবে তার আগে দরকার বড়দের অনুমতি
তারপরেই বোঝা যাবে এই প্রেমের গতি ।
এরপর থেকে দুজন হয় দুজনার ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।