সত্য প্রকাশে আপোষহীন
বাংলাদেশী সিনেমা হলে ভারতীয় চলচিত্র - ১
ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশে ভারতীয় চলচিত্র আমদানী করা উচিত। আমার যুক্তিগুলো উপস্থাপন করছি।
বাংলাদেশের চলচিত্র জগতের বর্তমান অবস্থা এখন রুগ্ন। বাংলাদেশের চলচিত্র যে এক সময় সুস্থ বিনোদনের মাধ্যম ছিল তা আমরা ভুলে গেছি। যদিও এখন কিছু সুস্থধারার চলচিত্র নির্মান হচ্ছে তা সংখ্যায় খুবই কম।
এ সময় ঢালাওভাবে ভারতীয় চলচিত্রের আমদানী ও প্রদর্শন আমি সমর্থন করবো না। বেছে বেছে কিছু ভারতীয় চলচিত্র আমদানী করা যেতে পারে। এর ফলে বাংলাদেশী দর্শক কিছুটা হলেও হলমুখী হবে। সিনেমা হলের মালিকেরাও তাদের লোকসান থেকে বের হয়ে আসতে পারবেন।
ভিডিও পাইরেসির কল্যানে ভারতে মুক্তি পাওয়া ছবি এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অধিকাংশ ক্যাবল টিভি নেটওয়ার্কে দেখতে পাওয়া যায়।
এর জন্য ক্যাবল টিভি অপারেটররা সরকারকে কোন টাকা পয়সা দেয় না। যদি বৈধভাবে ভারতীয় চলচিত্র আমদানী করে বাংলাদেশী সিনেমা হলে চালানো হয় তাহলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।
ভারতীয় চলচিত্রের আমদানী করার সপক্ষে আমার আরেকটি যুক্তি হচ্ছে যে বাংলাদেশের চলচিত্র জগতে প্রতিযোগিতা বৃদ্ধি। যেমন এক সময় হিন্দি চ্যানেল এর ভীড়ে বাংলাদেশের গুটিকয়েক স্যাটেলাইট চ্যানেল ছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।
এখন যেমন বাংলাদেশী স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তেমনি অনুষ্ঠানের মানও আগের তুলনায় বেড়ে গেছে। ভারতীয় চলচিত্রের আমদানী হলে বাংলাদেশের চলচিত্র জগতে প্রতিযোগিতা অবশ্যই বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের চলচিত্রের মানও বাড়বে।
বাংলাদেশ বনাম ব্রাজিলের মধ্যকার একটা কাল্পনিক ফুটবল ম্যাচের কথাই ধরুন। বাংলাদেশ নিশ্চিত হারবে জেনে যদি ওয়াকআউট করে তাহলে বাংলাদেশ চিরদিন তলানিতেই পড়ে থাকবে। কিন্তু প্রতিযোগীতা হলে একদিন না একদিন বাংলাদেশ ঠিকই বিজয় ছিনিয়ে আনবে।
বাংলাদেশের চলচ্চিত্র ঐক্য পরিষদের নেতা ও তাদের চামচাদের এত চিল্লাচিল্লি ঐ ম্যাচের আগে ওয়াকআউট করার শামিল। তারা জানে যে তারা তাদের মানের উন্নয়ন ঘটাতে পারবে না। আর তাদের অধিকাংশ ছবির কাহিনী ও সুর তো হুবহু নকল করা হিন্দি চলচিত্র থেকে।
সবচেয়ে বড় কথা, বাংলাদেশী চলচিত্রের যদি মান ভালো থাকে বাংলাদের চলচিত্র ইন্ডাষ্ট্রি শক্তিশালী হবে। অবশেষে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই মনপুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জাগো, খোঁজ দ্য সার্চ, গহীনে শব্দ ছবির কলা-কুশলী ও সংশ্লিষ্ট সবাইকে যারা সুস্থ ধারার ছবি তৈরী করে অন্তত আমাকে হলমূখী করতে পেরেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।