আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী সিনেমা হলে ভারতীয় চলচিত্র - ১

সত্য প্রকাশে আপোষহীন

বাংলাদেশের সাথে ভারতের সাংস্কৃতিক চুক্তির আওতায় বাংলাদেশে ভারতীয় হিন্দি চলচিত্র আমদানী করার চিন্তা করা হচ্ছে। বাংলাদেশের চলচিত্র শিল্পী ও কলাকুশলীরা ভারতীয় ছবি প্রদর্শনের বিরুদ্ধে নিজেদের কঠিন অবস্থান জানিয়েছেন। আমি আমার মন্তব্য তুলে ধরছিঃ বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি বলে আমরা যা প্রকাশ করি তার অনেকটাই আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে ধার করা। ভিডিও পাইরেসির কল্যানে ভারতে মুক্তি পাওয়া ছবি এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অধিকাংশ ক্যাবল টিভি নেটওয়ার্কে দেখতে পাওয়া যায়। স্যাটেলাইট টিভি চ্যানেলে একটার পর একটা হিন্দি সিরিয়াল বাংলার মা-বোনেরা প্রত্যেকদিন হজম করছেন তা কম কি।

বাংলাদেশের চলচিত্র জগতের বর্তমান অবস্থাঃ বাংলা ছবির কথা না বললেই নয়। মান্না মারা যাবার পর শুধুমাত্র শাকিব খান একজন নায়ক যার ছবি ব্যবসা সফল হয়। আবার অধিকাংশ বাংলা ছবির কাহিনীই হিন্দি ছবি থেকে ধার করা। বাংলাদেশের সিনেমা হলগুলোর দর্শক মূলত গরিব শ্রেনীর এবং তাদের কথা চিন্তা করেই বর্তমানে বাংলা ছবি তৈরী করা হয়। এবং ছবিগুলোর মান হয় নিম্ন।

একটা নায়কের উপর ভর করে বাংলাদেশের ৬০০ সিনেমা হলগুলো চলতে পারে না। আর বাংলাদেশের সিনেমা জগতে নতুন মুখের দেখা খুব কমই পাওয়া যায়। এই অবস্থার মধ্যে যদি চলচ্চিত্র ঐক্য পরিষদের নেতারা বলেন, “যদি কোনো প্রেক্ষাগৃহের মালিক মনে করেন বাংলা চলচ্চিত্র দিয়ে তাঁর ব্যবসা হচ্ছে না, তবে তিনি ইচ্ছা করলে প্রেক্ষাগৃহ ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করতে পারেন। সে রকম কোনো প্রদর্শক আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য প্রয়োজন নেই“ আমার সন্দেহ হয় তাদের নিজেদের ভবিষ্যত নিয়ে। কারন সবাই ব্যবসা করতে চায়।

কেউ তো সারা জীবন লোকসান দিয়ে তো ব্যবসা চালাতে পারবে না। যদি সব প্রেক্ষাগৃহ ভেঙে বহুতল ভবন নির্মাণ করা হয় তাহলে ঐ সব কথিত নেতাদের ছবি চলবে কোথায়? ঐ সব কথিত নেতারা কিন্তু তাদের চলচিত্রের মান কিভাবে বাড়ানো যায় তা নিয়ে চিন্তা করেন না। ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশে ভারতীয় চলচিত্র আমদানী করা উচিত। যুক্তিগুলো পরের পোষ্টে উপস্থাপন করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.