কাল শেষ হলো আমাদের আইপিএল ভার্সন এনসিএল। মিডিয়া অতটা কাভারেজ না দিলেও দর্শক ভালোবাসা ঠিকই পেয়েছে এনসিএল। আগের ম্যাচ গুলোতে দর্শক ঢুকেছে ফ্রি। কাল ফাইনালে টিকিট কেটে ঢুকতে হয়েছে। সেই ফাইনালেই হয়েসে সর্বাধিক মাঠউপচানো দর্শক।
দশ টাকার টিকেট কালোবাজারে এক/দেড়শো টাকায়ও বেচা হয়েছে। টিকিট না পেয়ে ফিরে গেছেন বহু দর্শক। এখানেই এনসিএল-এর সার্থকতা।
ফাইনালে সাবেক অধিনায়ক পাইলটের রাজশাহী রেঞ্জার্স রাজসিক জয়ে ঘরে তুললো প্রথম এনসিএল শিরোপা। হেরে গেলেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের কিংস অব খুলনা।
বিজয়ের জন্য পাইলটদের অভিনন্দন জানাই। পাইলট আবারো প্রমান করলেন তিনি আসলেই দক্ষ পাইলট। যেমন প্রমান করেছিলেন লীগে আবাহনী মোহামেডান ম্যাচে সাকিবেরই বিপক্ষে।
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে জমের গ্রুপে-বিশ্বসেরা অস্ট্রেলিয়া আর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সাথে। একদিনের ম্যাচে দুদলকেই হারাবার সুখসামৃতি থাকলেও গ্রুপটি ভয়ানক।
বাংলাদেশের অবস্থা কেরোসিন হয়ে যাবার সম্ভাবনাই বেশি।
বিশ্বকাপের ঠিক আগে এনসিএল আযোজন করে ক্রিকেট বোর্ড খুব ভালো কাজ করেছে। শেষ মুহূর্তে প্র্যাকটিসও হলো, কিছু বিশ্রামও মিললো। সাথে ছিলো দলে ডাক পাওয়া/ না পাওয়াদের নিজেকে প্রমানের সুযোগ। বহুদিন পর (ওয়েস্ট ইন্ডিজ সফরে আহত হয়ে বাদ পড়া) মাশরাফির জন্য ছন্দে ফেরার মিশন।
ব্যাটে বলে ঝলসে উঠে মাশরাফি ম্যান অব দা টুর্নামেন্ট।
ইমরুল কায়েসকে দলে নেয়ায় নির্বাচকরা বিরূপ সমালোচনার মুখে পড়লেও কায়েস সর্বোচ্চ রান সংগ্রহ করে মোস্ট ভেল্যুয়েবল প্লেযার হয়ে জিতে নিলেন চকচকে নতুন সেডান।
ব্যাটে পচন ধরা আশরাফুলের জন্যও ছিলো নিজেকে মেলে ধরার সুযোগ। তিনি মেলে ধরলেন ''বোলার'' আশরাফুলকে। তার ব্যাট এখনো কুম্ভকর্ণের ঘুমে বিভোর।
সাকিবের ব্যাটেও রান খরা। কাল একটু হেসেছে ব্যাট। তবে আশরাফুলীয় আত্মাহুতির একটু ছাপ ছিলোই আউটের সময়। তবে সাকিবের বোলিং ধার ঠিক আছে।
ফলে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বোলারদের সাথে ব্যাটসম্যান, অলরাউন্ডাররাও বোলিং দক্ষতাই দেখাচ্ছেন বেশি।
বোলিং নিয়ে সিডন্সের চিন্তা গেলো। কিন্তু অসি পাক বোলিং তোপ সামলাবার ব্যাটসম্যানরা কই ?
বাদ পড়া অলক কাপালি ভালোই খেললেন। অলোকের জন্য এতটু দীর্ঘশ্বাস কি কারো কারো বুক থেকে বের হবে না ? দলে নেই টুর্নামেন্ট সেরা বোলার (১২ উইকেট) মুক্তার আলীও নেই দলে।
তবু আশায় থাকি এ মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর নিয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।