আমাদের কথা খুঁজে নিন

   

একটু অ্যাড করি....

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

পিচ্চিবেলার তিনটি ছড়া নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল মনে আছে।

এরকম আরো কয়েকটি ছড়া নিয়ে আরো একটা পোষ্ট দিবো। প্রথম পোষ্ট টা দেওয়ার পরে যে রকম সাড়া পেয়েছি তাতে সবার কাছে হামরি কিছু মনে না হলেও আমি বেশ সন্তুষ্ট ছিলাম। এবং পরের পোষ্টের জন্য বেশ উৎসাহ পেলাম। পরে পিচ্চিবেলার আরো কয়েকটি ছড়া পোষ্ট টি লিখে এডিট এর কাজ শেষ না করেই গাধার মত পোষ্ট করে ফেলেছি। এবং পরেই আবার ড্রাফট ও করে ফেলেছি।

আমার মাথায় ছিল না যে পোষ্ট টা পরেরবার ফিরিয়ে আনলে আর প্রথম পাতায় যাবে না। আর একারনেই আশানুরুপ সাড়া পেলাম না। তাই একটু অ্যাড করলাম। কেউ বিরক্ত হলে তার জন্যে নিজ গুণে ক্ষমা করে দিবেন। জানেন-ই ত, ক্ষমা মহৎ গুণ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.