আমাদের কথা খুঁজে নিন

   

২০২১ সাল বাংলাদেশের মাইলফলকঃআমাদের কিছু স্বপ্ন

রাজনীতির আবর্জনাগুলো বাদ দিলে আপনার সাথে আমার দ্বিমত খুবই সামান্য।

২০২১ সাল পর্যন্ত আওয়ামীলিগ ক্ষমতায় থাকবে এই জাতীয় সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলেছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। তিনি বলেন এবারের নির্বাচনে আওয়ামীলীগ একটি নির্বাচনী ইশতেহার দিয়েছে যা অনেক চিন্তা ও গবেষনা করে তৈরী। আমরা দিন তারিখ উল্লেখ করে বলে দিয়েছি কি অর্জন করতে চাই। সুতরাং ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় না থাকলে তা কিভাবে সম্ভব হবে? কাজেই তার সরকার সে পর্যন্ত ক্ষমতায় থাকতে বদ্ধপরিকর।

তিনি গত ১৭ এপ্রিল পূর্ব লন্ডনের ক্যাফে নাজ রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই কথাগুলো বলেন খবর আরটিএনএন ২০২১ সালের আগেতো ২০১৩ নিশ্চিত করতে হবে তাইনা,মজার ব্যাপার হল ২০১৩ যে অনেকটা নিশ্চিত ই সি তারই কিছুটা ইঙ্গিত দিয়েছেন. ভাল কথা,এত দিন ধরে আমরা বলে আসছি আমাদের দেশের নেতাগনের মাঝে ভিশন নাই,এজাতীয় খবর আমাদের মনে আসার সন্ঞার করবে বলে আমার বিশ্বাস। ঘটনা যদি তাই ঘটে তাহলে এখন থেকে ঠিক ১০-১১ বছর পরে দেশের অর্জন কি হতে পারে আজ তা নিয়ে একটু দূরদর্শী কল্পনা করি। আগেই বলে রাখি অর্জনের মধ্যে ভাল-খারাপ সবই আসতে পারে। চিন্তার ক্ষেত্রে বর্তমান ও অতীত যেহেতু আমাদের সবসময় প্রভাবিত করে তাই বলে রাখি কোন গালাগালি নয় দয়াকরে, অন্তত সপ্নটা ভাল করে দেখি(স্বপ্ন দেখা আমাদের অধিকার,বঙ্গবন্ধু আমাদের এই অধিকার দিয়ে এবং শিখিয়ে গেছেন) ,আর কত কাল দোষে ভর্তি স্বপ্ন বয়ে বেরাব,বরং উচ্চাকাঙ্খী হলে মনটা অনেক বড় হয়ে যায়। আমি কয়েকটা দিয়ে শুরু করি আপনারা আরো যোগ করবেন আশাকরি; ১।

রাজাকার-যুদ্ধঅপরাধী মুক্ত স্বদেশ ২। জাতীয় চার নেতা হত্যার বিচার শেষ ৩। বঙ্গবন্ধুর বাকী খুনিদের ফাঁসি কার্যকর ৪। ডিজিটাল বাংলাদেশ ৫। স্যাকুলার বাংলাদেশ ৬।

স্যাকুলার শিক্ষা ব্যাবস্থা ৭। বেকারমুক্ত স্বদেশ(প্রত্যেক ঘরে ঘরে একজন চাকুরী পাবে) ৮। গ্যাস-বিদ্যুত পৌছাবে দেশের প্রত্যন্ত অন্ঞলে কিছু পেতে হলে অবশ্যই কিছু ছাড় দিতে হয় যাকে বলে ট্রেডঅফ,তো ট্রেডঅফগুলো যেমন হতে পারে; ১। বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু পড়ানো হবে:একুশ শতকের টেন্ডারবাজী, নামকরনের ইতিহাস,অস্র তৈরিতে ফিজিক্স এবং কেমেষ্ট্রি এই বিষয়গুলো ২। প্রবাসে আর কোন বাংলাদেশি থাকবেনা কারন মধ্যপ্রাচ্যে শ্রমবাজার হারাবে বাংলাদেশ কিন্তু এটা কোন ব্যাপারনা কারন ৭ নাম্বারে বলা হয়েছে।

৩। বর্তমান প্রধানমন্ত্রী তত দিনে তার স্বামীর কাছে চলে যেতে পারেন(আল্লাহ ওনার হায়াত বাড়াইয়া দেন) ৪। জিয়ার দল বিলুপ্ত কারন জিয়ার মতো ব্যাক্তির নাম দেশের সাথে জড়িত থাকতে পারেনা[/sb বলেছেন দিপু মনি ৫। জামায়াত ভোল পাল্টে আওয়ামী ইসলামী লিগ নামে রাজনীতি করতে পারে ৬। সীমিত গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে ৭।

দেশে বিয়ের হার কমে লিভটুগেদার প্রতিষ্ঠিত হবে ফলে বখাটেদের উৎপাত শুন্যুত নেমে আসবে। ৮। জাতীয় পার্টির ২-৩ অংশ মিলে মৃত্যু বার্ষিকীর দশ বছর পালন করবে। ৯। ইন্ডিয়া বাংলাদেশের জন্য ফারাক্কা বাঁধ চিরতরে বন্ধ করে দিবে কারন......?? ১০।

বাম পন্থিরা আবার ৭১ পূর্ববর্তী যৌবনে ফিরে যাবে কারন.......?? ১১। পার্বত্য চট্টগ্রাম আমাদের প্রতিবেশি রাষ্ট্র হবে। নাহ বাকীগুলো চিন্তার দায়িত্ব আপনাদের....ভাল কিছু আসলে এড করে দিব। আপাতত দৃষ্টিতে ট্রেডঅফের পরিমান বেশি হলেও দেশ তখন থাকবে শান্তির ও পানির বন্যায়......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।