আমাদের কথা খুঁজে নিন

   

রম্য সাইন্স ফিকসন-ডিবা ২০২১:

সদা সত্য বলার সৎ সাহস নাই, তাইতো সময়ের গান অসময়ে গাই

২০২১: পৃথিবী: বাংলারাজ্য: রাষ্ট্র প্রধানের কক্ষ । পশ্চিমাকাশ টকটকে লাল । রাষ্ট্র প্রধান মহামান্য শেহা (সাইন্স ফিকশনে এরকমই নাম হয়) তার সামনে রাখা কম্পিউটারের মনিটরের দিকে হাস্য মুখে তাকিয়ে আছেন। এটা কোন সাধারন কম্পিউটার নয়। এটা ডিবা ২০২১ কম্পিউটার।

তার স্বপ্ন থুক্কু জাতীর স্বপ্ন। তিনি তার মুখটা আরো হাসি হাসি করে ডিবা ২০২১ কম্পিউটারের কথা ভাবতে লাগলেন। প্রায় দেড় দশক আগে তার দল নির্বাচনী ইশতেহারে জাতিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ছিল। তখন অবশ্য তড়িঘড়ি করে কিছু ওয়েব সাইট আর ডাটা এন্ট্রি করে জাতিকে স্বান্তনা দিতে চেয়েছিলেন। কিন্তু নিন্দুকের দল যথারীতি হৈ হৈ করে উঠল।

তখন তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন। না, এবার ডিজিটাল বাংলাদেশ গড়বই। যেই ভাবা সেই কাজ। ইন্টারন্যাশনালি ঢেড়া পিটিয়ে ঘোষনা দেয়া হল। বিভিন্ন দেশ থেকে কম্পিউটার ব্যাবসায়ি, পন্ডিতেরা ছুটে এল।

তারা কাজ পাবার জন্য উজির, নাজিরদের পর্যমত্ম ডলার, ইউরো, হ্যামার গাড়ি দিয়ে ভাসিয়ে দিল। রাষ্ট্রীয় কোষাগার থেকে হার্ডওয়্যার, সফটওয়্যার খরিদ বাবদ থোক বরাদ্দ হল। শত শত পন্ডিতেরা সরকারী ল্যাপটপে দিন-রাত পাতার পর পাতা প্রোগ্রাম লিখে গিগা বাইট, গিগা বাইট হার্ড ডিস্ক ভরে ফেলল। কাজে গতি আনার জন্য মহান শেহা ডিজিটাল মন্ত্রণালয় গড়লেন। তার জন্য আবার গাড়ি, এসি, কম্পিউটার চেয়ার, টেবিল কেনা হল।

নগদ উপঢৌকনের বিপরিতে দলীয় লোকেরা এসব সরবরাহের দায়িত্ব পেল। দিন যায়, মাস যায় কিন্তু ডিজিটাল বাংলাদেশ আর তৈরি হয়না । এর মধ্যে আবার নিন্দুকের পরামর্শে বিরোধী দল দেশে ‘‘এনালগ বাঁচাও, ডিজিটাল কমাও’’ আন্দোলন শুরু করল। শেহা তখন ডিজিটাল মন্ত্রিকে ডেকে আচ্ছা করে কান মলে দিলেন। ডিজিটাল মন্ত্রিও দিল হার্ডওয়ার মন্ত্রির কান মলে , হার্ডওয়ার মন্ত্রি সফটওয়্যার মন্ত্রির আর সফটওয়্যার মন্ত্রি প্রোগ্রামারদের কান মলে দিলেন ।

কানমলা খেয়ে প্রোগ্রামারের দল হাজার ক্যারেক্টার পার মিনিট স্পিডে কোডিং করে যেতে লাগল। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষন। স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ আজ ডিবা ২০২১ কম্পিউটারের মাঝে, তার নির্দেশের অপেক্ষা। চলবে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.