বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com
গুগলের ব্লগার ব্লগে যারা ব্লগিং করেন তাদের কিছুটা সমস্যার সম্মুখিন হতে হয় কারন এতে রিসেন্ট পোস্ট পপুলার পোস্ট রিসেন্ট কমেন্টস ইত্যাদি নতুন করে যুক্ত করতে হয় নানা ঝামেলা হয় এগুলো করতে ।তবে এগুলো করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তবে মনের মত পদ্দতি পাওয়া ভাগ্যের ব্যাপার কারন একেক জন একেকভাবে করে।তবে আমি আপনাদের আজকে একটি পদ্ধতি দেখাবো যাতে খুব সহজেই এই কাজটি করতে পারবেণ।
তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি
প্রথমে ব্লগার একাউন্টে লগিন করে তারপর layout তারপর add a page element এ ক্লিক করুন তারপর Html/ javascript এ ক্লিক করুন টাইটেল হিসেবে REcent post বা আপনার মনমত কোন টাইটেল দিন এবার বডিতে নিচের কোডটুকু পেস্ট করে দিন এবার এই লিংক যান এখানে বক্সের কোডটুকু পেস্ট করে দিন ।আপনি ইচ।চা করলে কোডটি কাস্টমাইজ করতে পারেন যা আপনি উপরের লিংকে গিয়ে বুঝতে পারবেন।
এখানে কোড দেয়া যায়না বলে আমি দু:খিত এজন্য যেখান হতে আমি টিউটোরিয়ালি পেয়েছি সেখানের লিংক দিলাম এজন্য আমি দু:খিত
অনেকে অনেক কিচু বুঝতে না পারেন তাই কোন সঙকোচ ছাড়া আমাকে প্রশ্ন করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।