চবি তে এইসব কি হইতাছে ? একর পর একহত্যা,ধর্ষন, আত্নহত্যা প্রবণতা...।
গত কাল এক মেয়েওক ধর্ষণের পরহত্য করা হয়েছে, সে রাতে বিসিএস ফরম জমা দিয়ে হলে ফেরার সময়ে এই বর্বর কান্ড ঘটে। বাস্তবতা কি জানিনা । আবার শুনলাম একজন সোহরাওয়ার্দী হল'র ছাদে উঠে আত্ন হত্যার কসরত রত অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে, পরে প্রক্টর ঐ বিপযস্ত ছাত্রকে
বেদম প্রহার করে, অশ্রাব্য ভাষায় গালাগালি ছিল বোনাস হিসেবে।
ভিসি'র ভিমরতি হয়েছে, তিনি নির্বাচন করার খায়েশে স্থানীয় দের সকল অপরাধ আমলে নিচ্ছেন না।
এতে করে নিরিহ ছাত্ররা হয়রানির শিকার হয়েও ন্যায়ত বিচার পাচ্ছে না। ভিসির রাজনীতি করার ইচ্ছা থাকলে বিশ্ববিদ্যালয় ছাড়া উচিত। তার গো ধরার জন্য চবি'র পরিস্থিতি টালমাটাল হচ্ছে। কোন হত্যা কান্ডের যথার্ত বিচারিক পদক্ষেপ না হওয়ার এটি বাড়ছে। এ অবস্থা দ্রত স্বভাবিক হোক সে প্রত্যাশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।