অনির্বাণ আমি...
জব্বর কাগুর ফেইসবুকে কাগুরে একটু আগে একটা মেইল করলাম। কাগুর এই দূর্দিনে কাগুর পাশে থাকার কথা জানাইয়া দিলাম।
আপনাদের জন্যে ও মেইলখানা তুলিয়া দিলাম। ......
.
.
.
কাগু ও কাগু কেমুন আছেন??? জনকন্ঠে আপনার ঐতিহাসিক কলাম পড়িলাম। পড়িয়া বুঝিলাম আপনার মত আইটি বিশেষ + অজ্গ থাকিতে বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ বানাইবার পথে কেউ বাধাঁ দিতে পারিবে না।
আপনার ঐ লেখা পড়ে দেশের আপামর জনসাধারন বুঝিতে পারিলো হ্যাকিং কাহাকে বলে এবং চুরি কিভাবে করিতে হয়। কিভাবে আরেক জনের মাথায় কাঠাল নামক এক আঠালো ফল ভাঙিয়া তাহা হইতে রস আস্বাদন করিতে হয়।
এটাও জনগন বুঝিলো, না পাবার জ্বালা কত তীব্র ভাবে মষ্তিষ্কের ১২টা বাজাইতে পারে। এবং সেই মষ্তিষ্ক থেকে কি রুপ উর্বর কলাম বাহির হইতে পারে।
নির্বাচন কমিশন, সরকার, ইউ এন ডি পি যে কিছু অবুঝ বালক দ্বারা পরিচালিত হইতেছে এবং তাহাদের কর্মকান্ড় আমাদের কত বড় ক্ষতির কারন হইতে পারে তাহাও আপনি আমাদের চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন।
এক অবুঝ বালক এইটা নিয়া কিছু লিখা দিয়াছে, আপনি কি একটু কষ্ট করিয়া লিখাটা পড়িয়া ঐ অবুঝ বালক টারে বুঝাইবেন যে আপনার চেয়ে বড় আইটি বিশেষ + অজ্গ এই ধরাধামে দ্বিতীয়টি থাকিতে পারে না। আপনি যদি তাহাদিগকে পথ না দেখান তবে তারা তো ভুল পথে চলিয়া যাইবে। জাতির এই ঘোরতর দূর্দিনে আপনি ই আমাদের সহায়।
এই হইলো সেই লেখার লিঙ্ক
http://www.sachalayatan.com/omicronlab/31599
কাগু অবশেষে আপনাকে বলিতে চাই আমরা আপনার পেছনেই আছি, জায়গা মতো বাঁশ দিবার জন্যে, আপনি কোন চিন্তা করিবেন না। একুশে পদক, স্বাধীণতা পদক, জাতীয় পদক, আরো যা যা পদক লাগে শুধূ জায়গায় বসে আওয়াজ দিবেন, আমরা আপনার জায়গা মতো তা পৌছাইয়া দিবো।
তবুও আপনি এই জাতিকে অকুল সাগরে ভাসাইয়া দিবেন না।
কাগু ভালো থাইকেন, শরিরের দিকে একটু নজর দিয়েন, যা গরম পড়ছে, মাঝে মাঝে মাথা এই রকম একটু আধটু উল্টাইয়া যাইতেই পারে। হাল ছাইরেন না, বিজয় আপনার সুনিশ্চিত।
ইতি আপনার ই এক ভাতিজা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।