আমাদের কথা খুঁজে নিন

   

টোকাই জব্বর

কারোর মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন আমাকে !

প্রথম যখন দেখি তাকে রাস্তার ধারে পরে থাকে জিঙ্গাসিলাম, নাম কি তোর ? জবাবে বলে মো: জব্বর চেহারায় তার এক অদ্ভুত মায়া দেখে মেন হচ্ছে, সকাল থেকে হয়নি কিছু খাওয়া কিসে তার এত অভাব ? কে দিবে তার জবাব ও হ্যা ! দেওয়া হয়নি তার পরিচয় খানি সে এমনই একজন, যাদের আমরা টোকাই বলে জানি। নানা অভিযোগ তার ঠোটে তার পাওনা রাক্ষসেরা খাচ্ছে লুটে পুটে সে আজ বন্চিত, তার নেই কোন অধিকার হে খোদা ! কে করবে সেই রাক্ষসেদের বিচার !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।