আমাদের কথা খুঁজে নিন

   

জব্বার চাচার জব্বর পিছলানি

লেখালেখির অভ্যাস কোনোকালেই ছিল না। আমি শুধু পড়তে এসেছি

জব্বার সাহেবের সাথে আমার মেইলের কথ গুলো দিলাম। দেখেন কেমন পিছলায় জনাব জব্বার সাহেব, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। একটা একটা করে করি। আশা করি জবাব দেবেন।

১। আপনি যে অভ্রকে পাইরেসির দায়ে অভিযুক্ত করলেন, তা কিসের ভিত্তিতে? আপনার পেটেন্ট এর ডকুমেন্ট প্রকাশ করেন। তারপর সেটার সাথে মিলিয়ে প্রমাণ করেন কিভাবে তা পেটেন্ট এ্যক্ট ভংগ করেছে। ২। আপনি বলছেন যে আপনার বিজয় হ্যাক করে অভ্র বানানো।

যতদূর জানি বিজয় ক্লোজড সোর্স। তাহলে আপনার কোড কিভাবে অভ্র টিমের কাছে গেল? আর আপনি কি আদৌ হ্যাকিং কি তা জানেন? না জানলে উইকিপিডিয়া তে যেয়ে জেনে আসুন। আপনি তো নিজেকে আইটি বিশেষজ্ঞ বলে পরিচয় দেন। তারপর এই ধরনের কথা বললে তা কতটা হাস্যকর হয় তা কি বুঝেন? অবশ্য আপনার সৌভাগ্য যে দেশের জনগন এবং সরকারের কর্তা ব্যাক্তিদের আইটি সম্পর্কে জ্ঞ্যান খুবই সামান্য। তাই আপনি আপনার খ্যাতি কাজে লাগিয়ে এই ধরনের কথা বলে পার পেয়ে যান।

৩। আবার আপনি বলেছেন যে অভ্র ব্যাবহার করায় সরকারী সাইটগুলোতে হ্যাকিং হচ্ছে। এইটা আরও বেশী হাস্যকর। অবশ্য আপনি তা বুঝবেন না। আচ্ছা আপনি কি এসব আসলে বুঝে বলেন না যা মনে আসে বলে ফেলেন? নির্বাচন কমিশন অভ্র ব্যাবহার করে খুব ভাল কাজ করেছে।

কারন এটা উইনিকোডেড। এছাড়া এটা ফ্রি হওয়ায় সরকারের অনেক টাকা বেচে গেছে। আসকি বেজড সফটওয়্যার ব্যাবহার করলে পরে তা কনভার্ট করাও অনেক ঝামেলার হত। আর বিজয় কিনতেও তো টাকা লাগে। আপনি তো আর দেশের স্বার্থে ফ্রি দিতেন না।

উপরের তিনটা প্রশ্নের গ্রহনযোগ্য জবাব আশা করছি। যুক্তি সহকারে প্রমাণ করবেন আশা করি। এই জ্ঞ্যান নিয়ে আপনি দেশের আইটি বিশেষজ্ঞ বনে গেলেন!!! আচ্ছা আরও একটা প্রশ্ন ছিল। অনেক তো পাইরেসি নিয়ে বললেন। তা আপনার আনন্দ কম্পিউটার অফিসে কয়টা পিসিতে উইন্ডজ আছে আর তার মধ্যে কয়টা লাইসেন্সড? মাইক্রসফট অফিসও নিশ্চই ব্যাবহার করেন? সেটা কি লাইসেন্সড? নাইন-টেনে পড়ার সময় আপনার কম্পিউটার শিক্ষা বইটা পড়েছিলাম।

অনেক কিছু জানতে পেরেছিলাম। পরে উইনিভার্সিটিতে উঠার পর একদিন লাইব্রেরিতে একটা কম্পিউটার ফান্ডামেন্টাল বই (নাম মনে পরেছে না) পড়ে মন হল আপনার লেখা বইয়ের ইংরেজী ভার্সন পড়ছি। বইটা ভারতীয় এক লেখকের। সেও মনে হয় আপনার বইয়ের লেখা মেরে দিয়েছে। পরিশেষে একটা অনুরোধ বিজয় বেচে আর আইটি বিশেষজ্ঞ সেজে তো অনেক কামাইছেন।

এইবার একটু সরে দারান দেশের স্বার্থে। যারা যোগ্য তাদের আসতে দেন। দেশের আর ক্ষতি কইরেন না। আপনাকে একটা সময় অনেক সম্মান করতাম কিন্তু এখন আর তা পারি না, এবং সেটা আপনার কারণেই। আর হ্যা দয়া করে বিজয়ে লিখে উত্তর পাঠাবেন না।

আমার কম্পিউটারে বিজয় নাই। -- স Please read Prothom Alo tomorrow MJ জ্বী পড়লাম আপনার লেখা প্রথম আলোতে। কিন্তু গ্রহনযোগ্য কোন উত্তর পেলাম না। আপনার বক্তব্য অনুসারে অভ্রের ইউনিবিজয় হুবুহু বিজয়ের নকল। ৮ টা কীতে যে পার্থক্য আছে সেটা কি আপনার চোখে পরে না? আপনার লেখায় তো কোন প্রমাণ দেখতে পেলাম না যে অভ্র পাইরেটেড।

আপনি সেই আপনার ঢালাও মন্তব্য করে গেলেন। কোন প্রমাণ তো দেখাতে পারলেন না। আপনার পেটেন্টের ডকুমেন্ট প্রকাশ করতে ভয় কিসের? সেটা প্রকাশ করে পয়েন্ট ধরে প্রমাণ করে দিন যে অভ্র পাইরেটেড তাহলেই তো হয়ে যায়। এই দ্বন্দও শেষ হবে। সবার এত সময় নাই যে যেয়ে যেয়ে আপনার কাছ থেকে ডকুমেন্ট দেখে আসবে।

আর এতে করে সবাই জানতেও পারবে না। আর আপনিই যেহেতু এটাকে মিডিয়াতে নিয়ে এসেছেন তো সেটা মিডিয়াতেই প্রমাণ করুন। আপনার কাছে যেয়ে প্রমাণ নিয়ে আস্তে হবে কেন? ভয় কিসের আপনার? আমার ১ নং প্রশ্নের কোন গ্রহণযোগ্য উত্তর পাইনি। আর ২ এবং ৩ প্রশ্নের ধারে কাছে দিয়েও আপনি যান নি। কোড হ্যাকিং আর সরকারী সাইট নিয়ে যা বললেন তার উত্তর আশা করছি।

এছাড়াও আরও কিছু প্রশ্ন ছিল আমার মেইলে, সেগুলোর উত্তরও কিন্তু পাইনি। অপেক্ষায় রইলাম। আশা করি শীঘ্রই আপনার উত্তন পাব। ধন্যবাদ -- S Dear Mr S, This is simply the beginning of the answers. Wait and see what comes next. Why do not you look at the Copyright Act 2000 and see clause 3(uma) ৩[ (ঙ) কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে, কোন কম্পিউটার প্রোগ্রামের সম্পূর্ণ বা অংশবিশেষের পুনরুৎপাদন বা ব্যবহার;] . Please look at the clause the whole or part..... I am attaching the act for your reference. You can also see the Patent & Design Act-I am attaching that also. I wish my documents will be necessary to be presented to the court. But you can obtain copies too from the relevant authorities. I understand why a legal issue should be settled in the media. Law should take its own course as expected by you. Good luck and good wishes. Thanks Mustafa Jabbar ধন্যবাদ। পড়লাম আপনার কপিরাইট এ্যাক্ট।

কিন্তু কম্পিউটার প্রোগ্রাম আর কী-বোর্ড লেআউট কি এক জিনিস হল? কম্পিউটার প্রোগ্রামকে আপনি, কী-বোর্ড লেআউটের সাথে কিভাবে গুলিয়ে ফেললেন? কম্পিউটার প্রোগ্রাম হল ইন্সট্রাকশন সেট আরে কী-বোর্ড লেআউট হল অক্ষরের বিন্যাস। আচ্ছা আপনি আমার অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন না কেন? বার বার এড়িয়ে যাচ্ছেন কেন? তাহলে কি ধরে নিব এগুল আপনি হুযুগের মাথায় বলেছিলেন? অর্থাৎ মিথ্যা অপবাদ। ধন্যবাদ -- S Dear Mr S I think that will be settled through an appropriate authority. I can simply inform you that I have got the judgment of similar case in my hand. I think that should be enough for me to settle the issue. I also feel that you have read the reaction of Bangladesh Open Source Network that AVRO is not a Open Source software as its sources are not open. It is a freeware. I do not have any other issue than inclusion of Bijoy Keyboard Layout in AVRO, Using of my Trademark in the name of UniBijoy and also violation of my patent right by using the process of writing Bangla in a computer. It seems you are a very busy person and I do not need any further communication with you. Thanks Mustafa Jabbar শেষ মেইল করছি আপনাকে। বিডিওএসএন এর কমেন্ট আমি পড়েছি। অভ্র ওপেন সোর্স না ফ্রিওয়্যায়র তাতে কি আপনার অভিযোগে পরিবর্তন হবে? তাওহ্লে ওপেন সোর্স বা ফ্রিওয়্যায়র হলে কি সমস্যা তা বোধগম্য হল না।

আপনিও তাহলে বিডিওএসএন এর কম্নট পড়েছেন। আপনি বলেছেন যে বিডিওএসএন যদি বলে যে অভ্র পাইরেটেড নয় তাহলে আপনি মেনে নিবেন। বিডিওএসএন কিন্তু অভ্রকে পাইরেটেড বলে নাই। অভ্র পেটেন্ট এ্যক্ট ভংগ কর নাই সেটা তারা উল্লেখ করেছে। তাহলে আপনি মেনে নিচ্ছেন না কেন? " I do not have any other issue than inclusion of Bijoy Keyboard Layout in AVRO, Using of my Trademark in the name of UniBijoy and also violation of my patent right by using the process of writing Bangla in a computer." আপনার ট্রেডমার্ক হছে বিজয়, এখন অন্য কোন শব্দের সাথে বিজয় থাকলেই আপনার পেটেন্ট ভংগ হয় না।

আর আপনি কি করে বললেন যে বাংলা লেখার প্রসেস আপনার পেটেন্ট করা। তার মানে কি কেউ বাংলা টাইপিং সফটওয়্যার বানাতে পারবে না? নাকি আপনার বিজয় যেভাবে কাজ করে সেভাবে করতে পারবে না? অভ্র তো মটেই বিজয়ের মত কাজ করে না। বিজয় আসকি বেজ়ড আর অভ্র ইউনিকোড বেজড। আপনি কি অভ্রের কোড দেখেছেন যে বলছেন আপনার বাংলা লেখার প্রসেস তারা ব্যাবহার করছে? যাই হোক আপনার কাছ থেকে কোন উত্তর আশা করছি না। জানি কোন যুক্তিসংগত উত্তর আপনি দিতে পারবেন না।

আপনার শুভ বুধির উদয় হোক। ভাল থাকবেন -- S !) Please talk to Munir Hasan of BDOSN and probably you will get a good answer. 2) I have patented Bijoy writing system and that has been given by the govt. Ask the govt if they have done any mistake. 3) I have raised 3 issues and sent copies of the relevant laws. I have found that you are not willing to see the laws-than the debate should go to the law. The logic has to be given by the court. Thanks Mustafa Jabbar

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.