আমাদের কথা খুঁজে নিন

   

এনসিএল ফাইনাল আজ:পাইলট-সাকিব মুখোমুখি



অনেকটা নীরবে শেষ প্রান্তে পৌঁছে গেলে বিসিবি'র টি-টুয়েন্টি ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল) এর প্রথম আসর। আজ বিকাল ৫টা ২০ মিনিটে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন রাজশাহী রেঞ্জারস আর জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বাধীন কিংস অব খুলনা দল। টুর্নামেন্টের অপর দল গুলো ছিলো আশরাফুলের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস, মাশরাফির নেতৃত্বাধীন সুলতানস অব সিলেট, বরিশাল ব্লেজার্স আর সাইক্লোনস অব চিটাগাং। অর্থাৎ ছয় বিভাগের নামে ছ'টি দল। আগামীতে নবাগত বিভাগ রংপুরের একটা দলও হয়তো আমরা পাবো।

সেমি ফাইনালে দুই দলই ছিলো আন্ডারডগ। প্রথম দু'ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচে হেরেছিলো রাজশাহী। সেমিতে তাদের বিপক্ষে ছিলো লীগের ৫ ম্যাচের সবকটিতে জয়ী ঢাকা দল। কিন্তু সেমিতে ঢাকা তথা আশরাফুলদের জয়রথ রুখে দেন পাইলটরা। অন্য ম্যাচে সিলেট ছিলো লীগের ৫টির মধ্যে ৪টিতে জয়ী (একমাত্র পরাজয় ঢাকার কাছে)।

আগের ম্যাচে খুলনা ডু অর ডাই ম্যাচে জিতে বাদ পড়তে পড়তে সেমিতে। খাদের কিনার থেকে উঠে আসা দুই দলই প্রবল আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নামবে। লীগ পর্যায়ে দু'দলের মোকাবেলায় জিতেছিলো রাজশাহী। কিন্তু ফাইনালে ? পাইলটের কথা- আজ যে ভালো খেলবে সে-ই জিতবে। দেখা যাক কে জেতে।

আমরা দর্শকরা জিতবো খেলাটির প্রতি অঙ্গে যদি তীব্র লড়াইয়ের ছাপ লেগে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।