''লাখো লাখো দর্শককে উত্তেজনার সাগরে ভাসিয়ে রোনাল্দো ছুটে চলেছেন দুর্বার গতিতে......." এটি একটি জনপ্রিয় টিভি বিজ্ঞাপন চিত্রের নেপথ্য কন্ঠ। যে মানুষটি এমন মধুর কন্ঠে অতি সাবলীলভাবে বলেছেন তিনি আমাদের মাঝে আর নেই। হ্যাঁ খোদা বক্স মৃধার কথাই বলছি।
শুরু হয়েছে আকর্ষণীয় এনসিএল টি২০ ক্রিকেট। ক্রিকেটার-কর্মকর্তার ব্যস্ততা, মাঠের উত্তেজনা, গ্যালারি ভর্তি দর্শক সবই আছে।
কিন্তু যিনি তার কন্ঠের যাদুতে বাংলাদেশের ক্রিকেট-ফুটবলের যেকোন বিজয় ধ্বনি বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কানে সরাসরি পৌঁছে দিতেন সেই মৃধা ভাই শুধু নেই। বেতারে ধারাভাষ্য চলাকালে মানুষ মন দিয়ে তার ধারাভাষ্য শুনত। এ ধারাভাষ্যর প্রেমে মহান পেশা শিক্ষকতাকে পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছিলেন। যিনি প্রেস বক্সে সবাইকে প্রনবন্ত করে রাখতেন সেই তিনি আজ সকালে একেবারে চুপটি করে চলে গেলেন। কেন এত অভিমান মৃধা ভাই??? এভাবে চলে যেতে নেই.....এ শূন্যতা কাকে দিয়ে পূরন করবে বাংলাদেশ বেতার..??? আমরা তার আত্বার শান্তি কামনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।