আমাদের কথা খুঁজে নিন

   

জিএমও খাদ্য আর জ্বালানি সমস্যা (প্রলম্বিত পর্যবেক্ষন দশা- কবে শেষ হবে- মডারেটর ভাইয়েরা বলতে পারেন কি?)

I reclaim my life...

সামুতে যুক্ত হয়েছি আজ বহুদিন। কিন্তু দু:খের বিষয় হচ্ছে এখনো যখন কোনো গুরুত্বপুর্ন পোসট পড়ি, কমেন্ট কোরার কোনো উপায় থাকে না। যদিও লেখা আছে যে এক সপ্তাহ পর্যবেক্ষন করা হবে কিন্তু তিন মাস চলে গেলেও জেনারেল মেম্বার হওয়ার পর্যন্ত কোনো নামগন্ধ নাই। সেদিন দ্বিজু এর "ফরহাদ মজহার সাহেবরা কি Hybrid ফসলের বিরোধীতা করছেন আমাদের স্বার্থে নাকি তাদের World Bank আশীর্বাদপুষ্ট NGOগুলোর স্বার্থে!" ব্লগটা পড়ছিলাম। আমি দ্বিজু এর সাথে সহমত প্রকাশ করে শুধু এইটুকুই বলবো যে ফরহাদ মজহার সাহেবরা কি এই পৃথিবীরই বাসিন্দা? যদি তাই হয়ে থাকে তাহলে বাস্তবতাকে স্বীকার করুন।

খাদ্যের দাম তখনি কমবে যখন এর অধিক উৎপাদন, উপযুক্ত সংরক্ষন, এবং সৎ বিপনন সম্ভব হবে। আর অধিক উৎপাদনটা সবার আগে। খোঁজ নিয়ে দেখুন যে কারা দুনিয়াতে সি,এফ,সি, গ্যাস বেড়ে গেলো বলে হইচই করে কিন্তু নিজেরাই তা প্রতিরোধের চুক্তিতে সাইন করেন না। নিয়ম আর আইন শুধু দরিদ্রদের জন্য। আবার দরিদ্র নাই তো ব্যবসাও নাই।

পারমানবিক বোমা গুলো তোমরা ধ্বংস করবে/কমাবে ভালো কথা, তা ওই ওয়্যারহেড এর জ্বালানি দিয়েতো তোমরা বিদু্ৎও তৈরি করে আমাদের সরবরাহও করতে পারো! Nuvan এর কথায় "আমরা যে চাল খাই ইরি (IRRI) এটাও হাইব্রিড চাউল, হয়তো হাইব্রিড চালের ভাত খেয়েই এর সমালোচনাকারীগণ এর বিরুদ্ধে কলাম লিখতে বসেন। " ফরহাদ মজহার একটু কনফারম করবেন কি? আপনি হয়ত অই চাল খান না কিন্তু দেশের সিনহভাগ জনগোষ্ঠী কিন্তু ওই খেয়েই বেচে আছে। ঢালাও ভাবে জিএমও এর প্রশংসা আমি করবনা কিন্তু আমার আপনারতো বাছবিচার করার ক্ষমতা আছে, তাই না? অবশেষে মডারেটর ভাইদের প্রতি একটি প্রশ্ন রাখবো যে, কবে এই প্রলম্বিত পর্যবেক্ষন দশা থেকে মুক্তি পাবো- একটু বলতে পারেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।