সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
কিছু কষ্ট ভরে রেখেছি পেন্সিলে ।
রোজ ভোরে যখন কাঁচা সোনার মত আলো
মধুগন্ধী কিছু রং - আমায় ছুঁয়ে যায় মমতায় -
যখন শিশিরের বুক হতে খসে পড়া ,
এক একটি শিউলির ম্রিয়ম্রাণ লাল ঠোঁটে রাতের বাসর -
যখন সব পাখি ডানা ঝাপটায় , জড়িয়ে ধরে পৃথিবীকে ,
সেই আ্লো জানেনা ,
সেই ফুল জানেনা ,
সেই কালো চোখের পাখি জানেনা আমার পেন্সিলে -
শুধু তুমি ছিলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।