আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা হোক উন্মুক্ত এবং কুম্ভকর্নের ঘুম

সভ্যতার প্রান্তে দাঁড়িয়ে পিছু ফিরে চলেছি

সামু অনেকদিন থেকেই বাংলা ব্লগিং জগতে তার একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে। বলা যায় গত ৪ বছর ধরে। খুব ভালো কথা। আগে সে জনপ্রিয় ছিল ভালো লেখার জন্য, সেই ভালো লেখার গন্ধে চারপাশ থেকে দুধের মাছির মত আমার মত ক্ষুদ্র ব্লগাররা হুমড়ি খেয়ে পড়লো। এখনো সে জনপ্রিয়ম তবে সন্দেহাতিতভাবে তার লেখার গুনের জন্য নয়।

তার রেজিস্টার্ড ব্লগারের সংখ্যাগত দিকটা ধরলে। সামু এখন কেবলি কপি পেস্ট কমুনিটি ব্লগ সাইট যেখানে লেখার মুল উপজিব্য হলো - আজ অমুখে ডাইল খাইয়া কাইত, অমুকের বিবাহ বিচ্ছেদ হয়েছে, হাছিনার তিন্তা চুল পাকছে, খালেদা আজ তারেকের জন্য্ কেদেছেন ইত্যাদি ইত্যাদি। সামুর দেউলিয়াত্ত্বের সবচেয়ে বড় নজির সে গত ২৬ শে মার্চ, পহেলা বৈশাখে কোন স্টিকি পোস্ট দেবার মত পোস্ট পায়নি। গতিশীল পানির প্রবাহ না থাকলে ভরা গাঙ্ঘ ও শুকিয়ে যায়। সেটাই হতে চলেছে।

কিন্তু সম্প্রতি সামুর যে কান্ডটি আমাকে অবাক করেছে সেটি হলো অভ্র আর বিজয় নিয়ে যে ক্যাচাল চলছে তাতে তাদের কোন মুক বধির থাকতে দেখে। আজকে সামুর এতো বিশাল সংখ্যক ব্লগার সবাই অভ্র ব্যাবহার করে। অভ্র এর কারনেই সামু আজ সামু। অথচ জব্বরের ওই অশ্লীল মিথ্যাচারের বিরুদ্ধে সামুর কোন বিকার নেই। যেমন বিকার হয়না বাংলাদেশের বিরুদ্ধে নব্য রাজাকারদের নির্লজ্জ আস্ফালন দেখেও।

দিন দিন গিনিস বুকে স্থান পাবার মত গন্ডার হয়ে যাচ্ছে এই ব্লগটি। সামুর কি একবারের জন্যও উচিত ছিলনা ওই সাহসী তরুনদের পাশে দাড়ানো যারা 'ভাষা হোক উন্মুক্ত' এই বিশ্বাসে দিনের পর দিন নিজেদের লেখাপড়ার পাশাপাশি নিরলস কায করে যাচ্ছে? সামুর কি উচিত ছিলনা তাদের জন্য একটি লাইন তাদের জন্য বরাদ্দ করা যাদের জন্য বাংলায় আমি লিখতে পারছি আমার মনের কথা। সামু কি পারতোনা একটি পোস্ট দিতে সেই ছেলেগুলোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে একটা পোস্ট দিতে যাদের কারনে বাংলা ইন্টারনেট জগতে ঘটেছে এক নীরব বিপ্লব। কিন্তু এই কুম্ভকর্নের ঘুম বোধহয় আর ভাংবেনা। সামু স্বীকার করুক আর নাই করুক আমার সালাম মেহেদী আর তার অভ্র টীম এর জন্য।

তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। । এখন বাংলায় আমি আমার কথা লিখতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.