আমাদের কথা খুঁজে নিন

   

হিযবুত তাহরীর সমন্বয়ক মহিউদ্দীন রিমান্ডে



নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দীন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তারের পর দুপুরে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিন হেফাজতের আবেদন জানালেও হাকিম একটি মামলায় দুদিন এবং অন্য মামলায় একদিন সময় দিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার নেছারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিউদ্দীনকে তার গ্রিন রোডের বাসা থেকে ভোররাতে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠনটি সংঘটিত করার চেষ্টা করছিলেন।

মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। গত বছর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ কর্মকর্তা নেছারুল আরিফ বলেন, উত্তরায় রোববার দুটি পেট্রোল বোমাসহ হিযবুত তাহরীরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। সে মামলায় মহিউদ্দীন আসামি। এছাড়া তার বিরুদ্ধে উত্তরা থানায় আরো দুটি মামলা রয়েছে।

নিষিদ্ধ ঘোষণার পর বেশ কিছুদিন তৎপরতা দেখা না গেলেও স�প্রতি তৎপর হয়ে ওঠে হিযবুত তাহরীর। কয়েকদিন আগে চট্টগ্রামে মিছিলও করে তারা। -----------------------বিডিনিউজ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.