আমাদের কথা খুঁজে নিন

   

দেখে আসলাম "খোজ-the search"



বহু দিনের প্রতিক্ষীত "খোজ-the search" দেখে আসলাম আজ। টিকেট কেটে সিটে গিয়ে বসলাম, শুরু হবার আগে জাতীয় পতাকা দেখানো হল এবং সাথে জাতীয় সঙ্গীত। গুটি কতক লোকদেখলাম বসেই রইল, উঠে দাড়ানোর কোন প্রয়োজনীয়তাই অনুভব করলনা। মাঝে মাঝে এদের দেখলে মনে হয় স্বাধীনতাটা আমরা অনেক আগেই পেয়ে গেছি। এই লোক গুলোকে যদি পরাধীনতার নমুনা দেখানো যেতো তাহলে হয়তো জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি এদের ও শ্রদ্ধাবোধ থাকতো।

যাই হোক এদের কি শাস্তি দেয়া যায় এ নিয়ে আলোচনা হবে অন্যসময়। এখন কাজের কথায় আসি। সিনামার শুরুটা দেখতে ভালোই ছিল তবে যত সময় গড়িয়েছে বিরক্তির পরিমান বেড়েছে সময়ের সাথে পাল্লা দিয়ে। কাহিনির মদ্ধ্যে সমন্নয় হীনতা খুব বাজে ভাবে চোখে পরেছে। নায়কের বাচন ভঙ্গি মোটে ও সুবিধার নয়।

যার বাংলা বলতেই কষ্ট হয় তাকে দিয়ে ইংরেজী বলানোর ভুল কেন করলেন পরিচালক তা বোধগম্য নয়। কিছু অপ্রয়োজনিয় গানের কারনে এক সময় সাবার বিরক্তি এসে পরলে দর্শকে দোষ দেয়া যায় না। মাত্র ১ মিনিটের ব্যবধানে ২ টা ৫ মিনিটের গান একটু বিরক্তির কারনই বটে। গানে এক সিনের সাথে আরেক সিনের কোন ধারাবাহিকতা নেই। ইচ্ছামত এক সিনের পরে আরেক সিন জুড়ে গান গুলো বানানো হয়েছে এবং একই সিন বার বার দেখিয়ে গানের ৫ মিনিট পূরণ করা হয়েছে।

সিনেমার শেষের দিকে হঠাৎ ই যেন পরিচালকের মনে পরে গেলো যে আর সময় নেই তাই যাইচ্ছা তাই ভাবে বহুসিন বাদ দিয়ে কিছু কিছু করে সিন দেখিয়ে দায়সাড়া ভাবে শেষ করা হয়েছে। তবে এই সিনেমার মধ্যে দিয়ে বাংলা সিনেমায় কিছুটা প্রযুক্তির ছোয়া লেগেছে এতে কোন সন্দেহ নেই। যদি ও সিন গুলো হাস্যকর তবে প্রথম প্রচেষ্টা হিসেবে এই ছোটখাট কারিগরী ত্রুটি কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যেতে পারে। তবে আশংকার কথা হলো, সিনেমার একদম শেষে দেখা যায় যে নায়ক যাকে ভিলেন বলে মারে সে আসল ভিলেন না বরং তার "বডি ডাবল" এবং শেষে লিখা উঠে "to be continue......." জনতার আগ্রহের কারনে সিনেমাটি জমজমাট ব্যবসা করবে এতে আমার সন্দেহ নেই। কারন আমার মত মানুষ কম নেই যারা খালি আগ্রহ মিটাতে সিনেমাটা দেখতে গিয়েছিলাম।

তবে পরিচালক যদি এই জমজমাট ব্যবসা দেখে মনে করে যা সিনামাটা খুব ভালো হয়েছে এবং এটার ২য় পর্ব বানায় তাহলে তারা হয়তো ভুলই করবে। বি:দ্র: ফান সিনেমা হিসেবে দেখতে গেলে পয়সা উসুল হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.