আই.ই.আর. এর সামনে
কৃষ্ণচূড়া, জারুল, রাধাচূড়া, সোনালু.......লাল, হলুদ, বেগুনী রঙে রঙিন আমার ক্যাম্পাস এই গ্রীষ্মে। প্রতি বছর এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।
জরুরী একটা কাজে অফিস ফাঁকি দিয়ে ক্যাম্পাসে গিয়েছিলাম আজকে। অন্যদিনের মত অত কড়া রোদ ছিল না। উপড়ি হিসেবে সাথে ছিল মিষ্টি একটা দামাল বাতাস। একা একাই ঘুরছিলাম আমার রঙে রঙিন ক্যাম্পাসে। হয়ে পড়ছিলাম ভীষণ উদাস, নস্টালজিক। খুব মিস করছি...আমার রঙিন ক্যাম্পাস........পাগল পাগল বাতাস......বন্ধুদের সাথে কলাভবন, মলচত্বর আর আই.ই.আর ক্যান্টিনে আড্ডাবাজি.......খুব মিস করছি আমার আকাশে ওড়ার, পাগলামি করার দিনগুলো.........
ডাকসু'র সামনে
অপরাজেয় বাংলা, পিছনে লাল কৃষ্ণচূড়া, হলদে রাধাচূড়া জাগিয়ে আছে মাথা
কলাভবনের গেটে একমাত্র সোনালু গাছ
লালের ছায়ায় ক্যাম্পাস শ্যাডো
রেজিস্টার বিল্ডিং এর সামনে বেগুনী জারুল
ৎ
মলচত্বর, দিনের বেশিরভাগ সময় কাটিয়েছি এখানে...দূরে লাল বাস
জারুলের বেগুনী কার্পেট
আই.ই.আর. এর পিছনের বাগান
বোটানি ল্যাবের সামনে
এই রাস্তা ধরে গেলেই রোকেয়া হল (আমার কোচিং সেন্টারের ছাত্রদের জন্য এই ছবিটা)
ভিসির বাসার সামনের রেইন ট্রি
রঙ-বেরঙের ফুলে মাঝে কিছু কাগজের ফুল
আই.ই.আর এর পিছনে স্বপ্নের মত রাস্তাটা, এখান দিয়ে হাঁটলেই গাইতে ইচ্ছা করে...এই পথ যদি না শেষ হয়.....
কাদের ভাইয়ের চায়ের দোকান, একটা ক্লাস শেষ হলেই ছুটে যেতাম চা খেতে
****ছবি আপলোড শেখানোর জন্য সোহান আর কাব্যকে স্পেশাল থ্যাংকস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।