আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধষর্ণ



কিছুক্ষণ আগে জানা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাক্রোবাইলজি বিভাগের ১ম বর্ষের এক ছাত্রীকে "গ্রামবাসী" ধষর্ণ করেছে। যদিও ধর্যণের ঘটনা নাকি দু্ইদিন আগের। কিন্তু প্রকাশ হয়নি। তার লাশ গুম করার পায়তারা চলছে। মেয়েটি খুব সম্ভবত আত্নহত্যা বা তাকে মেরে ফেলা হয়েছে!!! আমি বুঝিনা, ভিসি ইউসুফ কি গরুর না মানুষের পেট থেকে এসেছে? তুমি আওয়ামিলীগ সরকারের নিয়োগপ্রাপ্ত ভিসি, কিন্তু এর মানেত এইনা যে, আমারা হাটের গরু!!! তোমার চোখের সামনে এত ঘটনা ঘটছে অথচ তুমি নিরবে একা মাঠে ঘাস খাচ্ছ? আমাদেরকে কি তোমার মত গরু মনে হয়? কি এমন পিড়িত তোমার গ্রামবাসীর সাথে??? এর আগের হত্যাকান্ডগুলোর কোন ক্লু না থাকলেও (যদিও ভিসি বলে যাচ্ছে ক্লু পাওয়া গেছে!!!) আসাদের হত্যাকারীদেরত সবাই চিনে, ঐরাতে আসাদের সাথে যারা ছিল ওদেরকে গ্রামে নিলেইত ওরা আঙ্গুলদিয়ে দেথিয়েদেয়............... ভিসির কি উচিত ছিলনা, ঐ রাতেই গ্রামে পুলিশ দিয়ে তল্লাশি চালানো? ভিসি তুমি এগুলো কি করে বুঝবে, এখানেত তোমার ছেলে মেয়ে পড়ে না, তোমার মেয়ে বা ছেলেকে যদি এভাবে ধর্ষণ বা হত্যাকরাহত! খুব মজালাগত না!!! সোনার ছেলেরাও তোমার পদ্যাত্যাগের আন্দলোন করে না। কি করে করবে, ওরা যার নির্দেষে চলে তুমিওত একি নির্দেযে চল!!! জানিনা এইগুলার শেয দেখব কখন। আল্লাহ তুমি আমাদের সাহায্য কর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.