বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।
মানববন্ধনে মহানগর বিএনপি সভাপতি মজিবুর রহমান সরোয়ার বলেন, দীর্ঘ দন নগরীর খালগুলো সংস্কার না করায় নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই নগরীর সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হাঁটু পানিতে ডুবে যায়।
সরোয়ার বলেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীতে পর্যাপ্ত ড্রেন নির্মাণ করেছে। তবে যা হয়েছে সবই অপরিকল্পিত। এসব ড্রেন দিয়ে পয়:নিষ্কাশন হচ্ছে না। ফলে জমে থাকছে পানি।
এ অবস্থা থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতে শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য দেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, মনিরুজ্জামান ফারুক প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।