বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতি হাওলাদার (৬৫) উজিরপুর উপজেলার আটিপাড়া সেনের বাড়ি এলাকার বাসিন্দা।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সকালে প্রচ- বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে জয়শ্রী এলাকায় ইউসুফ আলীর চায়ের দোকানে আশ্রয় নেন মতি হাওলাদার। এ সময় সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে চায়ের দোকানে গিয়ে পড়ে। গাছচাপায় ঘটনাস্থলেই মতি হাওলাদারের মৃত্যু হয়।
সড়কের উপর গাছ পড়ে থাকায় জয়শ্রী-শিকারপুর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পুলিশ তিনঘণ্টা চেষ্টা চালিয়ে সড়কের উপর থেকে গাছ সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।