আমাদের কথা খুঁজে নিন

   

খোকাবাবুর ভাবনা......।

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "

ছোট্ট খোকা ভাবে ঐ চাঁদটা দিয়ে 'গুলতি মার্বেল' কখন খেলা যাবে....। সময় করে ধরবো তারে ঐ অশ্বথ্ব তলে বুড়ো আংগুলে ভর দিয়ে দুই তর্জনীর চাপে দিব গর্তে ফেলে........। মোবাইলের দুই টাওয়ারে বাঁধবো বাবা'র কালো টাই মজা করে দোলনায় দুলবো দুলে দুলে বাতাস খাবো মা তুমি, যতই মানা করো বলে রাখছি,দেবো না কোন সাঁই ।

কাকু'র চুলের কলপ নিয়ে ভাইয়ার টুথব্রাশ দিয়ে করবো পেইন্ট ঘরের সারা দেয়াল জুড়ে ......... একদিন দেখবে তোমার এই খোকা, "হয়েছি মস্ত বড় পেইন্টার" ভিঞ্চি...পিকাসো..দাদু সত্যজিৎ লজ্জায় যাবে সরে.............। আমি কেষ্ট,আমি ছোট, আমি পালোয়ান সবার কথা শুনবো কেন জানো না আমি রাজা নেপোলিয়ান.....!! আমার মনের ভাবনা গুলো আমি এমনি করে সাজাই আর ও কত ভাবনা আছে.... দরকার পড়লে ওদের জন্য স্কুল করবো কামাই..........। শোন তবে .................. দাদুর চেয়ারের পা গুলো ভেঙ্গে বানাবো উইকেট ,চশমাটা চুরি করে আ্যাম্পায়ার এর সাজাবো পকেট.....। লনের ছোট্ট পিস ...বলবো সবাইকে ফেস বল করা যাবে না হাত না ঘুরিয়ে স্পিন চলবে ,মারলে ছক্কা আউট হবে সিংগেলে টিকে থাকবে.....করো কেন অত ভাবনা ! বাথরুমকে বানাবো আমি সখের ওয়াটার কিংডম ডুববো ,ভাসবো যত খুশী...মজাক কনফার্ম ডায়নিং টেবিলটাকে বানাবো টেনিস কোর্ট পিংপং বল আর গ্লাস,লবন মসলার ডিব্বা'র নেট বানিয়ে খেলবো দুইভাই মিলে একদম শিওর মাগো লাগবেনা কোন চোট। জানো সেদিন.......হয়েছে কী..... কাক একটা বারান্দায়,কা কা করছিল... মানা করলাম শুনলো নাতো. বরং.আওয়াজ আরও বাড়ালো মেজাজটা বেজায় গেল চড়ে হাতের কাছে পেলাম শুধু বাবা'র মোবাইল দিলাম ছুঁড়ে গায়ের জোড়ে পাঁচতলা হতে পরে,ছত্রখান হলো ......... সবাই মিলে কাজের ছেলেটাকে মিছে মিছেই দোষ দিল.....।

পড়ার সময় গোল করতে তুমি একদমই দাওনা বলে রাখছি মা এ রকম করলে আমি কিন্তু আর তোমার কাছেই পড়বো না । তুমি মাগো খেতে দাও না ফোকলা দাঁতে ,আইসক্রীম ফালুদা কী করি যে বলি মাগো চুপি চুপি হরলিক্স খাওয়ার মজাই আলাদা। দাদী'র পানের বাটা ...আহা সেটাতে আমি বানাবো 'জানো' আমার পুতুল বিয়ের পিঠা.... তোমার রুটির বেলনী কে বানবো নাটাই খোলা ছাদ থেকে উড়াবো ঘুড়ি শুনবো না কোন মানাই। লাফানোর কী যে মজা ড্রয়িং রুমের সোফায় ড্রয়ারের টেস্টার নিয়ে করবো সব ইলেকট্রিক সুইস যাচাই..। ব্যাপার না ..... টেনশন নিও না শোন মা তুমি বড্ড বক তাই তোমার তেমন কোন জিনিসে আমি হাত দিই না বকাবকী একটু কমাও নইলে তোমার আলমারী'র চাবির গোছা আর খুঁজে পাবে না....।

আমার মতো আমি থাকবো আমার পথে চলবো সবাই যতই মানা করুক আমি তো ছোট তাই সবার কথা কেনই বা শুনবো..........!! রিপোস্ট !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।