বিলিভ এই অর নট!! সামুতে ব্লগিং করে এমন জামায়াত সমর্থক মাত্র দেড়জন। দেড়জন মানে একজন এবং আরেক জনের অর্ধেক। সামুর নীতিমালার মধ্যে কোথাও লেখা নাই যে ব্লগে কেউ তার নিজের রাজনৈতিক পরিচয় দিতে পারবে না। অথচ ব্লগে প্রচুর রাজনীতি হয় কিন্তু কেউ তার রাজনৈতিক পরিচয় দেয় না। বিশেষ করে ব্লগে যদি জামায়াত বিরোধী কোন লেখা প্রকাশ হয় সাথে সাথে মাইনাচের বন্যা শুরু হয়ে যায়।
তারা ব্লগে বহুত লাফালাফি করে কিন্তু নিজের রাজনৈতিক পরিচয় দিতে ভয় পায়। অথচ ওরা স্বপ্ন দেখে এই দেশকে তারা ইসলামী রাষ্ট হিসেবে প্রতিষ্ঠা করবে। জারজ তার পরিচয় দিতে লজ্জা পায়, কিন্তু জামায়াত শিবিরকে আওয়ামী লীগ, বিএনপির লোকেরাও মনে করে বাংলাদেশের সবচে সাহসী সংগঠন বলে। যারা দলের জন্য নিজের জীবনের মায়াও করে না। অথচ আজ দেখলাম সেই কথা মিথ্যা।
আমি ব্লগে যারা শিবির বা জামায়াত সমর্থক তাদের পরিচয়টি জানতে চেয়েছিলাম। জামায়াত শিবিরের সৎ সহস দেখতে চাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শুধু মাত্র এক জন স্বীকার করেছে সে জামায়াত করে, আরেকজন বলেছে সে জামায়াত করে না কিন্তু জামায়াতকে পছন্দ করে। সুতরাং ধরে নিলাম জামায়াতকে ভালবাসে এমন লোকের সংখ্যা দেড় জনা।
তারমানে মাত্র হাতে গোনা কয়েকটি লোক আনেকগুলো ভুয়া আইডি নিয়ে ব্লগে লাফালাফি করে।
হায়রে শিবির, তোরা তো নিজের পরিচয় দিতেই লজ্জা পাচ্ছিস। কি করে দেশটিকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।