আমাদের কথা খুঁজে নিন

   

বিলিভ মি- বেঁচে আছি

এটা একটা ভার্চুয়াল ডায়রী। এর মূল এলিমেন্ট রোজরাত্রিনামচা। সত্যি বেঁচে আছি। খবর-টবর খারাপ না। ভালৈ।

পুরাদমে প্রেম করছি। ভার্সিটি চলছে তার মতই পেইন দিতে দিতে। এখন শীতকাল। আজকে ঢাকায় ১৭ ডিগ্রী। একেকদিন সকালে উঠতে গেলে মরে যেতে ইচ্ছা করে।

দুঃখ একটাই। গল্প লিখতে পারছি না। মাথায় সারাক্ষন বৌ বসে থাকে। টেনেও নামাতে পারি না। মাঝে মাঝে আপনমনেই বিড়বিড়াই- 'আই লাভিউ।

' মানুষে শুনলে হাসব। তবে এখন আরেকটা ধরলাম। এইটা শেষ করতেই হবে। বৌয়ের গল্প বলি। ২২ অক্টোবর দেখা করতে গিয়েছিলাম কুমিল্লায়।

বলা যায় ফার্স্ট ডেট। ভালৈ খেজুর খেলাম। যাওয়ার সময় জ্যামে-ট্যামে পড়ে একবস্থা। কান্না আসছিল। কিন্তু কিচ্ছু করার নাই।

আসিফের বাংলা রেস্তোরায় খাওয়া-দাওয়া। অতঃপর ময়নামতি। সবঠিকমতই চলেছে। শুধু একটা পাঁচশ টাকার নোট হারাই গেছিল। বৌয়ের থেকে ভাড়া নিয়ে আসছি।

সাথে স্যান্ডুইচ আর কোকও কিনে দিয়েছিল বৌটা। নভেম্বর। নো দেখা-সাক্ষাত। ডিসেম্বরে ফেন্দুদের সাথে সিলেট ঘুরতে গেলাম। কিসের ঘুরাঘুরি।

আমার মাথায় খালি বৌ। বৌটা হাসপাতালে ছিল। পেপটিক আলসার। সিলেটে হোটেলে পা রেখেই কোনরকমে কিছু মুখে দিয়ে দে দৌড়। হাসপাতাল।

বৌটারে দেখলাম অনেকদিন পর। এত মায়া লাগতেসিল। শাশুড়ি চলে আসায় হাসপাতাল আর যাওয়া হয় নাই। কিন্তু ছটফট। পরেরদিন জাফলং।

পরেরদিন রাতারগুল। ভালৈ মজা হইছে। সুন্দর জায়গাগুলা। কিন্তু বারবার রির শুকনা মুখটা মনে ভাসছিল। অতঃপর ফেন্দুরা ঢাকায় ব্যাক করে।

আমি থেকে যাই। দিনে দেখা হওয়ার চান্স ছিল না। রাতে ওর ওয়ার্ড শেষ হওয়ার পর ঘুরতাম। রিক্সায়। একেকটা রিক্সায় কিছুক্ষন।

কীনব্রিজ। স্নিকার্স। চাদর। টি-শার্ট বদলাবদলি। কাস্টার্ড।

শেষদিন অনেকক্ষন ঘোরাঘুরি করলাম। তারপর 'স্পাইসি'। রেস্টুরেন্ট। আর কিছু কমু না। ১০ টার ট্রেন দুইমিনিটের জন্য মিস করি নাই।

আসার টাইমে অনেক কষ্ট হয়েছে। বেশি। ২৪ ডিসেম্বর। মানে চারদিন আগে আবার গেলাম কুমিল্লা। বৌয়ের কলেজ ছুটি ছিল।

তাই বাপের বাড়ি গিয়ে বসে ছিল। এইবার প্ল্যান ছিল বাংলা রেস্তোরা থেকে খাওয়া নিয়ে ময়নামতি ঢুকব। ঐখানেই খাব। হায়রে কাহিনী। খাওয়া-দাওয়া আর আমার ব্যাগ সিএনজির পেছনে ছিল।

বৌয়ের হাত ধরে আমি তখন অন্যজগতে। দুইজনেই ভুলে গেলাম সেগুলার কথা। সিএনজিও হাওয়া। পরে অবশ্য পেয়েছিলাম। কেন যেন বিশ্বাস ছিল পাব।

আমার 'ঈশ্বর থিওরি'। মানুষজন বেশি ছিল। ইশ। যদি কেউ না থাকত। বাসায় ফিরলাম কষ্ট নিয়ে।

একবুক। ক্লান্তি ছিল না। আমাদের কিন্তু বেশ কয়েকবার তুমুল ফাইট হইসে। মাঝে মাঝেই হয়। তাতে ভালোবাসা প্রতিবারই বেড়ে যায়।

কিন্তু খুব কষ্ট পাই। অবহেলা আমার সহ্য হয় না। আর কুমিল্লায় আসবে না আপাতত। অতএব নেক্সটবার সিলেট। কপালে লেখা ছুটাছুটি।

নো প্রব। বৌটারে খুব খুব ______। এরপর তারে নিয়া পর্যটন। মে বি জানুর লাস্টে। দেখা যাক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.