আগামী ১৬ এপ্রিল ২০১০ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার কর্তৃক আয়োজিত ডে ক্যাম্প-২০১০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে সব ইউনিট ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করেছেন তাদেরকে যথাসময়ে উক্ত ডে ক্যাম্পে অংশগ্রহন পূর্বক রোভার স্কাউটস কার্যক্রমকে সফল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ডে ক্যাম্পের কার্যসূচী:
৭:৩০- রিপোর্টিং, বিকল্প আবাস স্থল তৈরী
৮:৩০- পরিদর্শন
৯:৩০- পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠান
৯:৪৫- বিরতি
১০:০০- স্কাউট স্কিল প্রতিযোগিতা(দলগত)
১২:৩০- বিরতি(বিতর্ক প্রতিযোগিতার দল গঠন)
১৪:৩০- স্কাউট স্কিল প্রতিযোগিতা(ব্যক্তিগত)
১৫:৩০- উপস্থাপনা
১৬:৩০- বিরতি
১৭:০০- পতাকা নামানো ও সমাপনী
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি সেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্কাউটিং সকলের জন্য উম্মুক্ত।
স্কাউট আন্দোলনের উদ্দেশ্য : স্কাউট আন্দোলনের উদ্দেশ্য হলো ছেলেমেয়েদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, আধ্যাত্মিক ও মানসিক দিকগুলো পরিপূর্ন অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখা, যাতে করে তারা ভারসাম্যপূর্ন ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় এর সদস্য হিসেবে জীবনযাপন করতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।