আমাদের কথা খুঁজে নিন

   

রোভার প্রোগ্রাম (সংক্ষিপ্ত)

কবি ও কবিতার যাবতীয় স্থলন/ ভুলে তুমি ছুঁয়ে দিলে দ্বিগুণ ফলন/ উঠতেই পারে ঘরে ইচ্ছায় পালন/ নামগোত্রহীন হবে ফকির লালন।

এই নিবন্ধে রোভারদের সুবিধার্থে রোভার প্রোগ্রামের গুরুত্বপূর্ন অংশ উপস্থাপন করা হলো। আশা করি রোভাররা কোন স্তরে কি কার্য সম্পাদন করতে হবে, কি না করলে স্তর অতিক্রম করা যাবে না -এ সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করবে। সময়সীমা নবাগত বা রোভার সহচর ঃ ০৩-০৬ মাস (বিশেষক্ষেত্রে *০১ মাস) সদস্য ঃ ০৯-১২ মাস প্রশিক্ষণ ঃ ০৯-১২ মাস সেবা ঃ ০৬-০৯ মাস * স্কাউট শাখায় নূন্যতম প্রোগ্রেস ব্যাজ অর্জনকারী। রোভার প্রোগ্রাম বাস্তায়নে সর্বনিম্ন সময়সীমা ঃ ২৭ মাস অর্থাৎ ০২ বছর ০৩ মাস ২৫ মাস অর্থাৎ ০২ বছর ০১ মাস * রোভার প্রোগ্রাম বাস্তায়নে সর্বোচ্চ সময়সীমা ঃ ৩৯ মাস অর্থাৎ ০৩ বছর ০৩ মাস * বিশেষ ক্ষেত্রে নবাগত বা রোভার সহচর ০১. কোন পারদর্শিতা ব্যাজ নেই।

০২. ০৮টি ক্রু মিটিং এ অংশগ্রহণ। ০৩. এক বা একাধিক বিশেষ ক্রু মিটিং এ অংশগ্রহণ। ০৪. ইউনিট বা উপদলের সাথে ০১টি হাইকিং এ অংশগ্রহণ। ০৫. ইউনিট বা উপদলের সাথে ০১টি সেবামূলক কাজে অংশগ্রহণ। ০৬. ইউনিট বা উপদলের সাথে এক রাতে তাঁবু বাস করা।

০৭. নিজ গ্রুপের সহ ১০ জনের রক্তের গ্রুপ জানা এবং নাম ও ঠিকানা সংরক্ষণ করা ০৮. বিপি’র পিটি গুলো জানা ও চর্চা করা। ০৯. ০৩টি স্কাউট গান জানা ও সুন্দরভাবে গাইতে পারা। ১০. আত্মশুদ্ধি বা ভিজিল সম্পন্ন করা। ১১. দীক্ষা গ্রহণ করা। ১২. লিপিবদ্ধ আমার স্কাউট রেকর্ড ও লগবই এ রোভার স্কাউট লিডার ও জেলা রোভার স্কাউট লিডারের অনুমোদন গ্রহণ।

সদস্য স্তর ০১. বিশ্ববন্ধুত্ব কার্যক্রম শুরু করা। ০২. প্রোগ্রাম অনুযায়ী কমপক্ষে ০১টি বিষয়ের উপর দক্ষতা অর্জন। ০৩. রোভার মেট কোর্সে অংশগ্রহণ। ০৪. রোভার কুশলী ব্যাজ অর্জন। ০৫. শিক্ষকতা ব্যাজ অর্জন (এ স্তরে না করে নেবা স্তরেও এ ব্যাজের কাজ করা যাবে)।

০৬. স্বনির্ভর ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু। ০৭. স্কাউট কর্মী ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু। ০৮. কমপক্ষে ৩০টি ক্রু মিটিং এ অংশগ্রহণ। ০৯. এক বা একাধিক বিশেষ ক্রু মিটিং এ অংশগ্রহণ। ১০. সুযোগ সাপেক্ষে কাব/স্কাউট লিডার বেসিক কোর্স এ অংশগ্রহণ।

১১. স্কাউট ওন সম্পর্কে জানা ও এতে অংশগ্রহণ করা। ১২. আগেরটা বাদে অন্ততঃ ০৩টি সমাজ সেবা বা সমাজ উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকা। ১৩. ০২টি ফলজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করা। ১৪. শিশুর ০৭টি মারাত্সক রোগ সম্পর্কে জানা। ১৫. ০৪টি স্কাউট গান জানা ও সুন্দরভাবে গাইতে পারা।

১৬. লিপিবদ্ধ আমার স্কাউট রেকর্ড ও লগবই এ রোভার স্কাউট লিডার ও জেলা রোভার স্কাউট লিডারের অনুমোদন গ্রহণ। প্রশিক্ষণ স্তর ০১. বিশ্ববন্ধুত্ব কার্যক্রম চালু রাখা। ০২. প্রোগ্রাম অনুযায়ী কমপক্ষে ০১টি বিষয়ের উপর দক্ষতা অর্জন। ০৩. সাতার জানা। ০৪. স্কাউট ইনস্ট্রাকটর ব্যাজ অর্জন।

০৫. বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে ০৫টি সুপারিশ প্রণয়ন। ০৬. স্বনির্ভর ব্যাজ ব্যাজ অর্জন, অর্জিত না হলে চালু রাখা। ০৭. স্কাউট কর্মী ব্যাজ অর্জন, অর্জিত না হলে চালু রাখা। ০৮. কমপক্ষে ৩০টি ক্রু মিটিং এ অংশগ্রহণ। ০৯. এক বা একাধিক বিশেষ ক্রু মিটিং এ অংশগ্রহণ।

১০. কাব/স্কাউট লিডার বেসিক কোর্স এ অংশগ্রহণ। ১১. ন্যুনতম ০১টি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন ও পরিচালনার কাজে অংশগ্রহণ। ১২. আগেরটা বাদে অন্ততঃ ০৩টি সমাজ সেবা বা সমাজ উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকা। ১৩. পূর্বের রোপণকৃত ০২টি গাছের যতœ ও নতুন ০২টি বনজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করা। ১৪. ০৪টি স্কাউট গান জানা ও সুন্দরভাবে গাইতে পারা।

১৫. কমপক্ষে ০২টি পাইওনিয়ারিং প্রজেক্ট তৈরী করা। ১৬. গঝ ঙভভরপব (ড়িৎফ, চড়বিৎ চড়রহঃ), ঊ-গধরষ সম্পর্কে জানা। ১৭. লিপিবদ্ধ আমার স্কাউট রেকর্ড ও লগবই এ রোভার স্কাউট লিডার ও জেলা রোভার স্কাউট লিডারের অনুমোদন গ্রহণ। সেবা স্তর ০১. বিশ্ববন্ধুত্ব কার্যক্রম চালু রাখা। ০২. প্রোগ্রাম অনুযায়ী কমপক্ষে ০১টি বিষয়ের উপর পরিমিত জ্ঞানার্জন ও অংশগ্রহণ।

০৩. পরিভ্রমণকারী ব্যাজ অর্জন। ০৪. সদস্য স্তরে অর্জিত হয়ে না থাকলে শিক্ষকতা ব্যাজ অর্জন। ০৫. বাংলাদেশে কাজ করে এমন অন্ততঃ ০১টি আর্ন্তজাতিক যুব সংস্থার কার্যাবলী সম্পর্কে জ্ঞানার্জন। ০৬. প্রশিক্ষণ স্তরে স্তরে অর্জিত হয়ে না থাকলে স্বনির্ভর ব্যাজ ব্যাজ অর্জন। ০৭. প্রশিক্ষণ স্তরে স্তরে অর্জিত হয়ে না থাকলে স্কাউট কর্মী ব্যাজ অর্জন।

০৮. কমপক্ষে ২২টি ক্রু মিটিং এ অংশগ্রহণ। ০৯. এক বা একাধিক বিশেষ ক্রু মিটিং এ অংশগ্রহণ। ১০. এ স্তরের সময়সীমা শুরুর পর থেকে জাতয়ি পর্যায়ে পিআরএস পরীক্ষায় অংশগ্রহণের আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে কাব/স্কাউট লিডার অ্যাডভান্স কোর্স এ অংশগ্রহণ। ১১. সার্কসহ অন্য যে কোন ০১টি আঞ্চলিক জোটের গঠন ও কার্যাবলী জানা। ১২. এশিয়া প্যাসিফিক অঞ্চলের ছাড়া বিশ্ব স্কাউট সংস্থাভুক্ত ০২টি অঞ্চলের স্কাউটিং আছে এমটি ০২টি দেশ সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জন।

১৩. ০৩টি স্কাউট গান জানা ও সুন্দরভাবে গাইতে পারা। ১৪. পূর্বের গুলো বাদে ০২টি পাইওনিয়ারিং প্রজেক্ট তৈরী করা। ১৫. গঝ ঙভভরপব (ঊীপবষ), ঘবঃড়িৎশরহম সম্পর্কে জানা। ১৬. ০১টি এলাকা জরিপ করে রিপোর্ট প্রণয়ন। ১৭. অন্য ০১টি রোভার গ্রুপ, ০১টি স্কাউট গ্রুপ ও ০১টি কাব স্কাউট গ্রুপ পরিদর্শন করে রিপোর্ট প্রণয়ন।

১৮. ভিন্ন গ্রুপের ১০ জন পিআরএস সম্পর্কে জানা ও অন্ততঃ ১জন শাপলা কাব/প্রেসিডেন্ট’স স্কাউটস প্রার্থীকে সহায়তা দান। ১৯. লিপিবদ্ধ আমার স্কাউট রেকর্ড ও লগবই এ রোভার স্কাউট লিডার ও জেলা রোভার স্কাউট লিডারের অনুমোদন গ্রহণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।