আমাদের কথা খুঁজে নিন

   

ডিএনডি বাঁধে জলাবদ্ধতা ঃ রাস্তা অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... টানা বর্ষণে নারায়ণগঞ্জের ডিএনডি বাধ এলাকা পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে ডিএনডি বাঁধের ভেতরে। কোনো কোনো স্থানে ২ থেকে ৩ ফুট পানি জমে গেছে। পানি নিস্কাশনে ব্যবহত পাম্প হাউসগুলো চালু না করায় সাধারণ মানুষের দুর্ভোগ ডিএনডির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দেড় ঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে ডিএনডির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

ওই সময়েই ডিএনডি বাঁধ এলাকার ফতুল্লার তল্লা, সবুজবাগ, দাপা, রামার বাগ, সস্তাপুর, গাবতলা, কায়েমপুর, চাঁদমারী, ইসলাম বাগ, ইসদাইর, গাবতলী, সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চৌধুরীবাড়ি, এনায়েতনগর, জালকুড়ি, ভুঁইগড় সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আবার বৃহস্পতিবার ভোর থেকে প্রবল বর্ষণের কারণে ভয়াবহ রূপ নিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। বৃষ্টিতে তলিয়ে গেছে ফতুল্লার পঞ্চবটির মসজিদ মার্কেট। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ফতুল্লার দাপা এলাকায় ড্রেজারের মাধ্যমে জলাশয় ভরাটের কারণে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। ডিএনডি বাঁধের ভেতরের অবস্থা আরো ভয়াবহ। বাঁধের ভেতরের প্রায় ৫৪ বর্গ কিলোমিটার এলাকায় প্রচুর পানি জমে রয়েছে। পানিবন্দী মানুষজন তাদের আসবাবপত্র উচুঁ স্থানে তুলে রেখেছে। বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চৌধুরীবাড়ি, এনায়েতনগর, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকার পানিবন্দী হাজার হাজার নারী-পুরুষ।

জেলেপাড়া এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, স¤প্রতি মহাসেনের প্রভাবে প্রবল বৃষ্টির কারণে ডিএনডির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও ডিএনডি পাম্পহাউস কর্তৃপক্ষ পাম্পগুলো সচল না রাখায় বৃহস্পতিবারের বৃষ্টিতে জলাবদ্ধতা আরও বেড়েছে। শিমরাইলের ডিএনডি পাম্পহাউসের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, ৪টি বড় পাম্প চালু থাকার পাশাপাশি ৫ কিউসেকের আরো ২২টি ছোট পাম্প চালু রয়েছে। সূত্র: দৈনিক যুগান্তর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।